Apan Desh | আপন দেশ

খালেদা জিয়াকে স্মরণ করে যা বললেন শাওন

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:১৮, ৩১ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়াকে স্মরণ করে যা বললেন শাওন

ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অনন্তকালের যাত্রায় ইহকাল ছেড়েছেন। দেশের সবচেয়ে জনপ্রিয় এ নেতার প্রয়ানে গোটা জাতি শোকাবিভুত হয়ে পড়েছেন। তা থেকে আলাদা নয় রুপালি জগৎও। অনেক পরিচালক, প্রযোজক ও অভিনেত্রী শোক প্রকাশ করেছেন। শোক জানিয়েছেন অভিনেত্রী, পরিচালক ও গায়িকা মেহের আফরোজ শাওন। 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক আবেগঘন স্ট্যাটাসে তিনি খালেদা জিয়াকে বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ এক অধ্যায় হিসেবে স্মরণ করেন।

শাওন লিখেছেন, নব্বইয়ের দশকে বেড়ে ওঠা প্রজন্ম হিসেবে খালেদা জিয়াকে তারা নানা ভালো-মন্দ অভিজ্ঞতার মধ্য দিয়ে দেখেছেন। তবে ব্যক্তিগতভাবে তিনি সাবেক এ প্রধানমন্ত্রীকে মনে রাখতে চান ১৯৯১ থেকে ১৯৯৬ সালের শাসনামলের সফল নেতৃত্বের জন্য। ওই সময়টিকে তিনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য অধ্যায় হিসেবে উল্লেখ করেন।

আরও পড়ুন<<>>খালেদা জিয়াকে নিয়ে জয়া আহসানের পোষ্ট

স্ট্যাটাসে মেহের আফরোজ শাওন লেখেন, নব্বই দশকে বেড়ে হওয়া আমাদের প্রজন্ম আপনাকে মনে রাখবে ভালো-মন্দ নানা কারণে। তবে আমি ১৯৯১ থেকে ১৯৯৬ সালের শাসনামলে সফল প্রধানমন্ত্রী হিসেবে আপনার কথা মনে রাখতে চাই।

স্ট্যাটাসের শেষাংশে শাওন বেগম জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে লেখেন, বাংলাদেশের প্রথম নারী সরকারপ্রধান বেগম খালেদা জিয়া, আপনার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়