ফাইল ছবি
পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। তিনি পাখি নামে ব্যাপক পরিচিত। ‘বোঝে না সে বোঝে না’ সিরিয়ালের মাধ্যমে দুই বাংলার দর্শকদের নজরে আসেন। তিনি আবারও বিবাহবন্ধনে আবদ্ধ হলেন। দীর্ঘদিনের প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে আইনিভাবে ও ধর্মীয় আচার মেনে সাতপাকে বাঁধা পড়েন এ অভিনেত্রী।
শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে ঘনিষ্ঠ আত্মীয় ও টলিপাড়ার অল্প কয়েকজন বন্ধুর উপস্থিতিতেই তাদের বিয়ে সম্পন্ন হয়।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, বিয়ের অনুষ্ঠানে সাবেকি বাঙালি সাজে নজর কাড়েন মধুমিতা। টুকটুকে লাল বেনারসি শাড়ি, সোনার গয়না আর কপালে চন্দনের ছোঁয়ায় ঐতিহ্যবাহী রূপে ধরা দেন তিনি।
নিজের বিয়ে নিয়ে অনুভূতি জানিয়ে অভিনেত্রী বলেন, পর্দার বিয়ের সঙ্গে বাস্তব জীবনের বিয়ের কোনো তুলনা চলে না। তার মতে, নিজের বিয়ে জীবনের সবচেয়ে বিশেষ মুহূর্তগুলোর একটি।
বর দেবমাল্য চক্রবর্তী পেশায় একজন আইটি বিশেষজ্ঞ। বিয়ের সময় তিনি লাল বন্ধগলা ও ধুতি পরে পিঁড়িতে বসেন। অনুষ্ঠানের আরেক পর্বে শ্বশুরবাড়ির দেয়া সাদা পাঞ্জাবিতেও দেখা যায় তাকে।
মধুমিতা ও দেবমাল্যের প্রেমের সম্পর্ক প্রায় পাঁচ বছরের। গত বছরের মার্চ মাসেই অভিনেত্রী জানিয়েছিলেন, ডিসেম্বর কিংবা জানুয়ারিতে বিয়ের পরিকল্পনা রয়েছে তাদের।
পরিকল্পনা অনুযায়ী ১৮ জানুয়ারি বাগদান সারেন এ জুটি। সেদিন সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করে মধুমিতা লিখেছিলেন, শুধুই আমার।
বিয়ের আয়োজন যেমন ছিল ঐতিহ্যবাহী, তেমনি খাবারের ব্যবস্থায় ছিল রাজকীয় ছোঁয়া। অতিথিদের জন্য স্টার্টারে পরিবেশন করা হয় কলকাতা স্টাইল ভেটকি ফিশ ফ্রাই ও কাসুন্দি। সঙ্গে ছিল রেশমি কাবাব এবং হারিয়ালি চিকেন কাবাব।
আরও পড়ুন <<>> নতুন প্লাটফর্মে নবরুপে অপু বিশ্বাস
মূল আকর্ষণ হিসেবে রাখা হয় সুগন্ধি মোগলাই বিরিয়ানি। তন্দুর থেকে গরম বাটার নান ও বিভিন্ন গ্রেভির চিকেন পদ অতিথিদের মন জয় করে নেয়।
নিরামিষভোজীদের জন্য ছিল পনিরের নানা পদ, সালাদ ও রায়তা। খাবারের শেষে পরিবেশন করা হয় বিভিন্ন ধরনের মিষ্টান্ন।
অনুষ্ঠানে বিনোদন জগতের কয়েকজন তারকাও উপস্থিত ছিলেন। কনের সাজে মধুমিতার সঙ্গে তোলা ছবি তারা সামাজিক মাধ্যমে ভাগ করে নেন।
উল্লেখ্য, এটি মধুমিতা সরকারের দ্বিতীয় বিয়ে। ক্যারিয়ারের শুরুতে তিনি অভিনেতা সৌরভ চক্রবর্তীকে বিয়ে করেছিলেন। পরে সে সম্পর্কে বিচ্ছেদ ঘটে। দীর্ঘ সময় একা থাকার পর বন্ধু দেবমাল্য চক্রবর্তীর হাত ধরে নতুন করে জীবনের আরেকটি অধ্যায় শুরু করলেন এ অভিনেত্রী।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































