অভিনেত্রী আশনা হাবিব ভাবনা
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। তার আগমণ ঘটেছে বড় বড়পর্দাতেও। ভাবনার অভিনীত প্রথম চলচ্চিত্র অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ঙ্কর সুন্দর’। অভিনয়ের পাশাপাশি তিনি একজন পেশাদার শাস্ত্রীয় নৃত্যশিল্পী। ছোটবেলা থেকেই তিনি নাচের সঙ্গে যুক্ত রয়েছেন। আবার নিয়মিত লেখালেখিও করেন ভাবনা। অমর একুশে বইমেলায় তার একাধিক উপন্যাস প্রকাশিত হয়েছে, যার মধ্যে ‘গুলনেহার’ ও ‘তারা’ উল্লেখযোগ্য।
সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে সম্পর্কের অর্থ জানতে চাইলে আশনা হাবিব ভাবনা বলেন, যে কোনো নারী–পুরুষের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে পারে। সে সম্পর্কে ভালো বন্ধুত্বের মধ্যেও প্রতারণা থাকতে পারে, ভুল বোঝাবুঝির সমস্যাও থাকতে পারে, মান-অভিমান থাকতে পারে। কিন্তু আমরা ধরে নিই— শুধু প্রেমিক-প্রেমিকার সম্পর্কেই অভিমান তৈরি হয়। আসলে সব সম্পর্কেই বিচ্ছেদ থাকতে পারে বলে জানান অভিনেত্রী।
আরও পড়ুন<<>>নতুন প্লাটফর্মে নবরূপে অপু বিশ্বাস
ফেসবুকে সম্পর্কে জোড়ানো কিংবা বের হওয়ার স্ট্যাটাস দেয়া প্রসঙ্গে ভাবনা বলেন, জীবন তো সবসময় এক রকম চলে না। সম্পর্কগুলো বদলে যায়। আমার তো কারও সঙ্গে প্রেমের সম্পর্কই নেই। আমি কোনো সম্পর্কে নেই। যেদিন বিয়ে হবে, সেদিনই সবাই আমার সম্পর্কের কথা জানবে। এখন প্রশ্ন হতে পারে— সম্পর্ক বলতে আমি আসলে কী বোঝাচ্ছি। প্রেম ছাড়াও তো নানা ধরনের সম্পর্ক হতে পারে। সেগুলো থেকেও বের হয়ে আসা যায়। সেটা নিয়েও তো আমার স্ট্যাটাস হতে পারে।
পারলারে যাওয়া প্রসঙ্গে ভাবনা বলেন, পারলারে কি শুধু শুটিং থাকলেই আসতে হয়? আজ শুটিং নেই। ব্যক্তিগত প্রয়োজনে এসেছি। নিজেকে সময় দিচ্ছি। কয়েক দিন কাজ নিয়ে খুব ব্যস্ত ছিলাম।
কোন কাজের শুটিং শেষ করলেন? এর উত্তরে অভিনেত্রী বলেন, আমি, ইরফান সাজ্জাদ আর দীঘি একটি ওয়েব সিনেমায় অভিনয় করেছি। পরিচালনা করেছেন সুমন ধর। সিনেমার প্রথম কিস্তির কাজ শেষ। এখন দ্বিতীয় লটের শুটিং শুরুর অপেক্ষায় আছি। এটি ঈদে আসবে। শুধু এটুকু বলব— দারুণ একটা কাজ হচ্ছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































