আসন্ন ফুটবল বিশ্বকাপের টিকিট বিক্রির তৃতীয় ধাপে প্রথম ২৪ ঘণ্টায় ফিফা প্রায় ৫০ লাখ আবেদন পেয়েছে। সবচেয়ে বেশি চাহিদা এসেছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো থেকে। এরপর রয়েছে কলম্বিয়া, ইংল্যান্ড, ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি ও অস্ট্রেলিয়া। শুক্রবার (১২ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে ফিফা। ফিফার তথ্যমতে, গ্রুপ পর্বের মধ্যে সর্বোচ্চ আবেদন পড়েছে পর্তুগাল বনাম কলম্বিয়া ম্যাচে, যেখানে মুখোমুখি হবেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও জেমস রদ্রিগেজ।