Apan Desh | আপন দেশ

৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহতের ঘটনায় কড়া বার্তা জাতিসংঘ মহাসচিবের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:০৯, ১৪ ডিসেম্বর ২০২৫

৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহতের ঘটনায় কড়া বার্তা জাতিসংঘ মহাসচিবের

ছবি : সংগৃহীত

সুদানের আবেইতে জাতিসংঘ (ইউএন) মিশনের ঘাঁটিতে অতর্কিত ড্রোন হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনাকে ভয়াবহ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

রোববার (১৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

বিবৃতিতে গুতেরেস বলেন, ‘সুদানের কাদুগলিতে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর লজিস্টিক ঘাঁটিকে লক্ষ্য করে চালানো এই ভয়াবহ ড্রোন হামলার আমি তীব্র নিন্দা জানাচ্ছি।’
 
তিনি আরও বলেন, ‘জাতিসংঘ শান্তিরক্ষীদের লক্ষ্য করে হামলা চালানো আন্তর্জাতিক আইনের আওতায় যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে। দক্ষিণ কোরদোফানে শান্তিরক্ষীদের ওপর আজকের মতো হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এর জন্য জবাবদিহি নিশ্চিত করতে হবে।’

এর আগে শনিবার (১৩ ডিসেম্বর) সুদানের আবেই এলাকায় অবস্থিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের অতর্কিত আক্রমণে বাংলাদেশ সেনাবাহিনীর মোট ১৪ জন শান্তিরক্ষী হতাহত হয়েছেন। এর মধ্যে ৬ জন শান্তিরক্ষী নিহত এবং ৮ জন শান্তিরক্ষী আহত হন।
 
এ হামলার জন্য আধা-সামরিক গোষ্ঠী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসকে (আরএসএফ) দায়ী করেছে সুদানের সেনাবাহিনী। সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে দুই বছরেরও বেশি সময় ধরে দেশটিতে গৃহযুদ্ধ চলছে। হামলার বিষয়ে আরএসএফের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন : শান্তিতে নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি গ্রেফতার

সুদানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, এ হামলা ‘বিদ্রোহী মিলিশিয়া এবং তাদের পৃষ্ঠপোষকদের ধ্বংসাত্মক মনোভাব স্পষ্টভাবে তুলে ধরে’। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছে সুদানি সেনাবাহিনী। সেখানে জাতিসংঘের স্থাপনাটিতে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়