Apan Desh | আপন দেশ

পেঁয়াজ আমদানির অনুমতি আরও বাড়ল

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ০৯:৪৬, ১৫ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১০:২৮, ১৫ ডিসেম্বর ২০২৫

পেঁয়াজ আমদানির অনুমতি আরও বাড়ল

পেঁয়াজ। ছবি : আপন দেশ

পেঁয়াজের বাজার সহনীয় রাখতে ১৫ ও ১৬ ডিসেম্বর দুদিনের জন্য  প্রতিদিন ৫৭৫টি করে আইপি (আমদানি অনুমতি) ইস্যু করা হয়েছে। প্রত্যেকটি আইপিতে পূর্বের ন্যায় সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজের অনুমোদন দেওয়া হয়েছে।

রোববার (১৫ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।

আরও পড়ুন : হাদিকে গুলির ঘটনায় মামলা

বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদনের বিষয় আগের মতো বহাল থাকবে। গত ১ আগস্ট থেকে যে সকল আমদানিকারক আমদানি অনুমতির জন্য আবেদন করেছেন, তারাই কেবল এই দুদিন পুনরায় আবেদন করতে পারবেন। 

একজন আমদানিকারক একবারের জন্য এ সুযোগ পাবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়