আনিস আলমগীর
সাংবাদিক আনিস আলমগীরকে সন্ত্রাসবিরোধী আইনে হওয়া মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে তুলছে গোয়েন্দা পুলিশ। কিছুক্ষণের মধ্যেই তাকে আদালতে তোলা হবে।
সোমবার (১৫ ডিসেম্বর) বিকাল তিনটার দিকে এ তথ্য জানিয়েছেন গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম।
রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্রের অভিযোগে এর আগে সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে ঢাকার উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি অভিযোগ দাখিল করেন জুলাই রেভ্যুলেশনারি এলায়েন্স কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ। সে অভিযোগের প্রেক্ষিতে হওয়া মামলায় আলমগীরকে গ্রেফতার দেখানো হয়েছে জানিয়েছেন ডিবি প্রধান।
এর আগে, রোববার রাতে জিজ্ঞাসাবাদের জন্য সাংবাদিক আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেয়া হয়।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































