ছবি : সংগৃহীত
রিয়াল মাদ্রিদের কাছে হেরে নতুন করে জ্বলে উঠেছে বার্সেলোনা। লা লিগায় টানা সপ্তম জয় তুলে নিয়েছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।
ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে শনিবার (১৩ ডিসেম্বর) রাতে তারা ২-০ গোলে ওসাসুনাকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করলো। কাতালানদের এই দাপুটে জয়ের নায়ক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফায়েল রাফিনিয়া। যিনি একাই করলেন দুটি গোল।
ম্যাচজুড়ে আক্রমণের কেন্দ্রে ছিলেন তরুণ তারকা লামিনে ইয়ামাল এবং মার্কাস রাশফোর্ড। যদিও ইয়ামালের গোল আসেনি, তবে তার গতি ও বল দেওয়া-নেওয়ার কৌশল ওসাসুনার রক্ষণে বারবার আতঙ্ক ছড়িয়েছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সা পুরো ম্যাচে ৭০ শতাংশ বল নিজেদের দখলে রাখে এবং ১৭টি শট নেয়। যার মধ্যে ৭টি ছিল লক্ষ্যে। বিপরীতে, ওসাসুনা ৩টি শট নিলেও মাত্র একটি লক্ষ্যে রাখতে সক্ষম হয়।
প্রথমার্ধে বার্সেলোনা চেপে ধরলেও, খেলার ধারার বিপরীতে ২০ মিনিটে একটি সুযোগ পেয়েছিল ওসাসুনা। আন্তে বুদিমিরের শট সেভ করে দেন বার্সা গোলরক্ষক হুয়ান গার্সিয়া। এরপর ফেরান তোরেস হেডে বল জালে জড়ালেও, অফসাইডের কারণে সেই গোলটি বাতিল হয়ে যায়। সেই আক্রমণের শুরুতে রাফিনিয়াই অফসাইড অবস্থানে ছিলেন। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়।
গোলের অপেক্ষা ভাঙে দ্বিতীয়ার্ধের ৭০ মিনিটে। স্প্যানিশ মিডফিল্ডার পেদ্রির বাড়ানো বল ধরে বক্সের বাইরে থেকে এক ঝলমলে বাঁ পায়ের জোরালো শটে বার্সাকে কাঙ্ক্ষিত লিড এনে দেন রাফিনিয়া।
ব্যক্তিগত এবং দলের দ্বিতীয় গোলটি আসে ম্যাচের একেবারে শেষদিকে, ৮৬ মিনিটে। জুলস কুন্দের ক্রস ক্লিয়ার করতে গিয়ে ওসাসুনা ডিফেন্ডার বলটি ভুল করে ফাঁকায় দাঁড়িয়ে থাকা রাফিনিয়ার পায়ে তুলে দেন। সুযোগ হাতছাড়া না করে এক স্পর্শেই সেটি জালে জড়ান এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। নিশ্চিত করেন ২-০ ব্যবধানের জয়।
আরও পড়ুন : বিশ্বকাপে যে ম্যাচের টিকিটের চাহিদা তুঙ্গে
এই জয়ের ফলে ১৭ ম্যাচে ১৪ জয় ও এক ড্রয়ে বার্সেলোনার সংগ্রহ এখন ৪৩ পয়েন্ট। তারা এখন লা লিগা টেবিলের শীর্ষে। এক ম্যাচ কম খেলে ৩৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান দাঁড়িয়েছে ৭-এ। এই ব্যবধান বার্সেলোনার শিরোপা জয়ের পথে বড় স্বস্তি এনে দিল।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































