Apan Desh | আপন দেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় স্বতন্ত্র প্রার্থী আটক

মাগুরা প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩৩, ১৫ ডিসেম্বর ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় স্বতন্ত্র প্রার্থী আটক

কুতুবুল্লাহ হোসেন কুটি মিয়া

মাগুরায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এক স্বতন্ত্র প্রার্থীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মাগুরা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী কুতুবুল্লাহ হোসেন কুটি মিয়াকে আটক করা হয়েছে। তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করে ফিরছিলেন।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে শহরের নতুন বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সুপার মো. হাবিবুর রহমান জানান, কুতুবুল্লাহ হোসেন মিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলার তদন্তাধীন আসামি। তাকে দীর্ঘদিন ধরে খোঁজা হচ্ছিল। তবে তিনি যে স্বতন্ত্র প্রার্থী, বিষয়টি পুলিশের জানা ছিল না।

কুটি মিয়ার সহযোগী মিতুল হোসেন বলেন, মনোনয়ন ফরম সংগ্রহ শেষে ফেরার সময় ডিবি পুলিশের একটি দল তাদের গাড়ির গতিরোধ করে। পুলিশ সুপারের সঙ্গে কথা আছে বলে তাকে নিয়ে যায়। আটকের সুনির্দিষ্ট কারণ তখন জানানো হয়নি।

এর আগে সোমবার দুপুরে মাগুরা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মাগুরা-১ ও মাগুরা-২ সংসদীয় আসনের প্রার্থীরা মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন।

আরও পড়ুন>>>শ্বাসরোধ করে মাকে হত্যা করল ছেলে

মাগুরা-১ ও মাগুরা-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন মাগুরা জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ও মাগুরা-২ আসনের প্রার্থী অধ্যাপক এম বি বাকের। এ সময় তার সঙ্গে ছিলেন জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক সাঈদ আহমেদ বাচ্চুসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এদিকে মাগুরা-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার ছেলে ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী।

অন্যদিকে মাগুরা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক যুবলীগ নেতা কুতুবুল্লাহ হোসেন কুটি মিয়া।

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী অধ্যাপক এম বি বাকের সাংবাদিকদের বলেন, সারা দেশের মতো মাগুরাতেও দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি মানুষের ব্যাপক ভালোবাসা তৈরি হয়েছে। আমরা আশা করি নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হবে। 

তিনি আরও বলেন, বিগত তিনটি নির্বাচনে মানুষ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়নি। আসন্ন নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারবে- এটাই আমাদের প্রত্যাশা।

অপরদিকে স্বতন্ত্র প্রার্থী কুতুবুল্লাহ হোসেন কুটি মিয়া মনোনয়ন ফরম সংগ্রহের পর সাংবাদিকদের বলেন, তিনি এর আগেও স্বতন্ত্রভাবে নির্বাচন করে ইউনিয়নে জয়লাভ করেছেন। ২০১৪ সালের সংসদ নির্বাচনসহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে মানুষের সমর্থন পেয়েছেন। বর্তমান নির্বাচনি পরিবেশ তুলনামূলক ভালো উল্লেখ করে তিনি বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

কুতুবুল্লাহ হোসেন কুটি মিয়া শ্রীপুর উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন। তবে তার কমিটির মেয়াদ প্রায় ১০ বছর আগে শেষ হয়েছে বলে তিনি নিজেই দাবি করেছেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়