Apan Desh | আপন দেশ

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের গেইটে ময়লার ভাগাড়

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ২১:০৫, ১৫ ডিসেম্বর ২০২৫

আপডেট: ২১:০৭, ১৫ ডিসেম্বর ২০২৫

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের গেইটে ময়লার ভাগাড়

ছবি: আপন দেশ

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান গেইটের কাছে ময়লার ভাগাড় সৃষ্টি করা হয়েছে। দীর্ঘদিন ধরে ময়লা জমে থাকায় চরম অস্বস্তিতে পড়ছেন হাসপাতালের রোগী, স্বজন ও পথচারীরা। প্লাষ্টিক, পঁচা ফ্রুটস ও নানা মেডিকেল বর্জ্যে চারপাশে দুর্গন্ধ ছড়াচ্ছে। ফলে একদিকে পরিবেশ দূষণ বাড়ছে, অন্যদিকে সংক্রমণের ঝুঁঁকিও তৈরি হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, হাসপাতালে পশ্চিম পাশে মেইন গেইটের কাছে ময়লার ভাগাড়ে নানা পোকামাকড় ও মশা-মাছি ভন্ ভন্ করছে। হাসপাতালে আসা রোগীর স্বজনরা নাকে কাপড় দিয়ে হাসপাতালে প্রবেশ করছে। হাসপাতালের ১৫তলা ভবনের প্রতিটি সিড়ির মুখে পানের পিক ও রোগীদের ব্যবহৃত বাথরুম ময়লা-আর্বজনায় ভর্তি। শুধুমাত্র ব্যতিক্রম হাসপাতালের চতুর্থ তলায় অবস্থিত প্রশাসনিক এলাকা। এ এলাকাটি সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হয়।

আরও পড়ুন<<>>ভেজাল জিরা বিক্রির দায়ে ২ লাখ টাকা জরিমানা

খোঁজ নিয়ে জানা যায়, এসব বর্জ্য হাসপাতাল কর্তৃপক্ষ, রোগীর স্বজন ও হাসপাতালের পাশে স্থাপিত অস্থায়ী টং দোকানীরা ফেলছে। এছাড়া হাসপাতালের পরিচ্ছন্ন কর্মীদের অবহেলায় প্রতিনিয়ত বিভিন্ন ধরণের ময়লা আবর্জনা ও মেডিকেল বর্জ্য জমা হচ্ছে। রোগী ও তাদের স্বজনরা জানায়, হাসপাতালের প্রবেশমুখে এমন নোংরা পরিবেশ স্বাস্থ্যঝুঁঁঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। দ্রুত নিয়মিত বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার দাবি জানান তারা।

হাসপাতালের বাইরে দেয়াল ঘেসে চায়ের দোকানী রফিকুল ইসলাম, ফলের দোকানী নিজাম, ইলিয়াছ হোসেনসহ অনেকেই জানায়, হাসপাতালে রোগীর স্বজনরা সময় কাটানোর জন্য তাদের দোকানে চা-পান করতে এলেও দুর্গন্ধে তারা চা-বিস্কুট খেতে পারে না। তাদেরও বেচা-কেনা তেমন হয় না।

স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা ও সিটি পরিষ্কারের অনিয়মিত ব্যবস্থাপনার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থাগ্রহণের দাবি জানায় ভুক্তভোগীরা।

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ আব্দুল কদ্দুছ জানান, হাসপাতালের ময়লা-আর্বজনা পরিষ্কার করা একটি নিয়মিত কার্যক্রম। তারপরও দেখা যায় হাসপাতালের কিছু কিছু জায়গায় ময়লায় স্তূপ জমে যায়। হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। অচিরেই এ অবস্থার উন্নতি হবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা