Apan Desh | আপন দেশ

নির্ধারিত সময়েই নির্বাচন হবে, আমিও সঙ্গে থাকব: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৮:৩৪, ১৫ ডিসেম্বর ২০২৫

নির্ধারিত সময়েই নির্বাচন হবে, আমিও সঙ্গে থাকব: তারেক রহমান

তারেক রহমান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন, নির্ধারিত সময়েই দেশে নির্বাচন হবে। সে নির্বাচনে তিনিও জনগণের সঙ্গে থাকবেন।

সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিজয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন।

তিনি হুঁশিয়ারি দেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে অপব্যাখ্যা করতে ষড়যন্ত্রকারীদের রং ও রূপ পরিবর্তন হলেও তাদের চরিত্র একই রয়ে গেছে।

তারেক রহমান বলেন, একটি চক্র নিজেদের স্বার্থে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করেছিল। সে পরিস্থিতির সুযোগ নিয়ে পরাজিত একটি চক্র এখন নতুন ইতিহাস তৈরির চেষ্টা করছে।

আরও পড়ুন>>>সিইসির বক্তব্যে আমরা ক্ষুব্ধ: জামায়াত আমীর

তিনি দৃঢ়ভাবে বলেন, কখনোই জনগণকে ক্ষমতাহীন করে রাষ্ট্রযন্ত্র ক্ষমতাশালী হতে পারে না।

তারেক রহমান দেশের স্বার্থবিরোধী একটি চক্র নির্বাচনবিরোধী কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে সতর্ক করেন। তিনি বলেন, ষড়যন্ত্র এখনও থেমে নেই, ওসমান হাদি সে ষড়যন্ত্রেরই শিকার। হাদির ঘাতকেরা লুকিয়ে আছে তাদের আড়ালে, যারা বর্তমান সরকার ও নির্বাচনকে ব্যর্থ করতে চায়।

কর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, ভয় দেখিয়ে পিছিয়ে দিতে চাওয়া হচ্ছে। কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। বিজয়ের মিছিল নিয়ে এগিয়ে গেলে ষড়যন্ত্রকারীরা পিছু হটবেই।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আগামী নির্বাচন শুধু অভিজ্ঞতা অর্জনের জন্য নয়। এ নির্বাচনে জড়িয়ে আছে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের আশা, আকাঙ্ক্ষা ও সম্ভাবনা। দেশের সার্বভৌমত্ব সুসংহত রাখাও আগামী নির্বাচনের ওপর নির্ভর করছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়