Apan Desh | আপন দেশ

বড় দুঃসংবাদ পেল ভারত

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ২১:২০, ১৫ ডিসেম্বর ২০২৫

বড় দুঃসংবাদ পেল ভারত

সংগৃহীত ছবি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচ থেকে ছিটকে গেলেন অক্ষর প্যাটেল। সিরিজের মাঝপথে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েছেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) চিকিৎসকরা তার শারীরিক পরিস্থিতির দিকে নজর রাখছেন। তার পরিবর্তে ভারত দলে ডাক পেলেন অলরাউন্ডার শাহবাজ আহমেদ।

অসুস্থতার জন্য রবিবার ধর্মশালায় তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে খেলতে পারেননি অক্ষর। তার পরিবর্তে একাদশে সুযোগ পান কুলদীপ যাদব। তবে অক্ষরের অসুস্থতা কী ধরনের, তা জানায়নি বিসিসিআই। ভারতীয় দলের পক্ষ থেকেও কিছু জানানো হয়নি।

আরও পড়ুন>>>সিইসির বক্তব্যে আমরা ক্ষুব্ধ: জামায়াত আমীর

এর আগে তৃতীয় ম্যাচের আগে ভারতীয় শিবির ছেড়ে মুম্বাইয়ে ফিরে যান জাসপ্রীত বুমরাহ। রবিবার তার পরিবর্তে খেলেন হর্ষিত রানা। সিরিজের বাকি ম্যাচগুলোতে বুমরাহর খেলা ঘিরে অনিশ্চিয়তা তৈরি হয়েছে। এ ঘটনার পর অক্ষরের অসুস্থতা ভারতের জন্য আরও বড় দুঃসংবাদ।

লখনউ ও অহমদাবাদের ম্যাচের জন্য সোমবার ভারতীয় দলে ডাক পেয়েছেন শাহবাজ। দেশের হয়ে তিনটি ওয়ানডে ম্যাচ এবং দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে শাহবাজের। শেষ দুটি ম্যাচের জন্য নির্বাচকরা ১৫ জনের যে দল ঘোষণা দিয়েছেন, তাতে রয়েছেন বুমরাহও।

ভারতের টি-টোয়েন্টি দল:

সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), জাসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, হর্ষিত রানা, ওয়াশিংটন সুন্দর ও শাহবাজ আহমেদ।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়