Apan Desh | আপন দেশ

নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা সিইসির

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১২:৩৩, ১৫ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৪:৪২, ১৫ ডিসেম্বর ২০২৫

নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা সিইসির

বক্তব্য রাখছেন সিইসি এ এম এম নাসির উদ্দিন। ছবি : আপন দেশ

আসন্ন ত্রয়োদশ নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ‘আমরা একটা ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশনের জন্য অঙ্গীকারাবদ্ধ। আশা করি, এই তরুণ ভোটারদের সঙ্গে পাবো।’

সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর গুলশানে ‘ইউথ ভোটার’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নির্বাচনের প্রস্তুতি ও তরুণ ভোটারদের উদ্দেশে এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘আমরা যে সাহস করে নেমে পড়েছি, আমাদের এই সাহসী পদক্ষেপের সঙ্গে তোমাদের যদি অংশগ্রহণ থাকে, ইনশাআল্লাহ আমরা সাকসেসফুল হব, টু ডেলিভার আ ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন। ইনশাআল্লাহ এটা আমরা একসঙ্গে মিলেই করব, ইলেকশন কমিশনের একার পক্ষে সম্ভব নয়, সবাইকে নিয়েই আমরা এটা করব।’

তিনি বলেন, ‘তরুণরা সাহস ও এনার্জির প্রতীক। তারা সৃষ্টির প্রতীক। তোমাদের যে ক্রিয়েটিভিটি, তোমাদের যে আইডিয়াজ, তোমাদের যে এনার্জি—এইটা ছাড়া দেশ গড়া সম্ভবপর নয় এবং তোমাদের এইগুলা যখন আমি ভাবি, আমাদের বিশাল তরুণ জনগোষ্ঠী রয়েছে, এটা আমাকে উৎসাহিত করে।’

সিইসি বলেন, ‘এই নির্বাচনটা আমি বলে থাকি—এটা একটা ঐতিহাসিক নির্বাচন। কেন ঐতিহাসিক? এই প্রথমবারের মতো আমরা পোস্টাল ব্যালটের মাধ্যমে আমাদের প্রবাসী বাংলাদেশিদের ভোটের আওতায় এনেছি, গত ৫৪ বছরে যা হয়নি।’

আরও পড়ুন : আনিস আলমগীর-শাওনসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের

তিনি আরও বলেন, ‘প্রথমবারের মতো যারা ভোটদান প্রক্রিয়ায় জড়িত থাকবে... প্রায় ১০ লাখ কর্মকর্তা-কর্মচারী জড়িত থাকে আইনশৃঙ্খলা বাহিনীসহ, তারা কোনোদিন ভোট দিতে পারতো না; তাদের ভোটের ব্যবস্থা করছি আমরা পোস্টাল ব্যালটের মাধ্যমে। যারা কারাবন্দী আছেন, তাদের ভোটের ব্যবস্থা করছি। আর সরকারি কর্মচারী যারা কনস্টিটুয়েন্সির বাইরে যারা পোস্টেড, তাদের জন্য ভোটের ব্যবস্থা করছি।’

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়