ছবি: আপন দেশ
কুড়িগ্রামে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ ব্যাংক, রংপুর এর তত্ত্বাবধানে সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস কুড়িগ্রামের ব্যবস্থাপনায় জেলা পরিষদের কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংক, রংপুরের পরিচালক মো. দেওয়ান সিরাজ। বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলাম, কুড়িগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম। আলোচক হিসেবে বাংলাদেশ ব্যাংক, রংপুর এর যুগ্ম পরিচালক আব্দুল্লাহ-আল-মামুন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস, কুড়িগ্রাম এর ডেপুটি জেনারেল ম্যানেজার মামুনুর রশিদ হেলালী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোনালী ব্যাংক, কুড়িগ্রাম শাখার সফুরা পারভীন।
আরও পড়ুন<<>>ওসমান হাদিকে গুলির ঘটনায় কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ
কর্মশালায় বক্তারা বলেন, জালনোট ক্যান্সারের মতো ভয়ানক একটি ব্যাধির মতো। যা অর্থনৈতিক ও সামাজিক সমস্যা। এ সমস্যা ব্যক্তি এবং দেশের অর্থনীতি উভয়কেই প্রভাবিত করে। জালিয়াতি চক্র অবৈধ অর্থের লোভে জালনোট ছাপিয়ে মানুষকে ঠকিয়ে দেশের ক্ষতি করে। জালনোট সনাক্তে সকলকে সচেতন হতে হবে এবং জালিয়াতি চক্রকে সনাক্ত করে আইনপ্রয়োগকারী সংস্থার হাতে তুলে দিতে হবে।
কর্মশালায় বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, ব্যবসায়ী, মুক্তিযোদ্ধা, শিক্ষক সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেয়।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































