Apan Desh | আপন দেশ

মোনালিসার সামনে নতুন চ্যালেঞ্জ

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৫, ১৩ ডিসেম্বর ২০২৫

মোনালিসার সামনে নতুন চ্যালেঞ্জ

ফাইল ছবি

শোবিজ জগতের এক সময়ের পরিচিত মুখ মোনালিসা দেশ ছেড়ে প্রবাসজীবন যাপন করছেন। অভিনয় ও মডেলিং থেকে সরে এসে যুক্তরাষ্ট্রে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন পেশাদার রূপসজ্জাশিল্পী হিসেবে।

আন্তর্জাতিক প্রসাধনসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠানে টানা ১২ বছর জ্যেষ্ঠ রূপসজ্জাশিল্পী হিসেবে কাজ করার পর সম্প্রতি প্রতিষ্ঠান পরিবর্তন করেছেন মোনালিসা।

নতুন একটি প্রসাধনী বিক্রয় প্রতিষ্ঠানে তিনি যোগ দিয়েছেন ব্যবস্থাপক হিসেবে। নিজের ফেসবুক পোস্টে এ আনন্দের খবর ভাগ করে নেন মোনালিসা। 

আরও পড়ুন<<>>গানটি আমার কাছে নানা কারণে গুরুত্বপূর্ণ

সেখানে তিনি লেখেন, এ নতুন অধ্যায়ের জন্য আমি নিজেকে ভীষণভাবে ধন্য মনে করছি। কঠোর পরিশ্রমই আমাকে আজকের এ জায়গায় এনে দাঁড় করিয়েছে। নতুন দায়িত্ব পেয়ে আনন্দ ও কৃতজ্ঞতায় ভরে উঠেছি। সামনে অপেক্ষা করছে নতুন চ্যালেঞ্জ, নতুন সম্ভাবনা।

এ অর্জন নিয়ে উচ্ছ্বসিত মোনালিসা জানান, অনেক কষ্ট আর পরিশ্রমের পর আজ আমি এ জায়গায় এসেছি। অভিনয় ও মডেলিং আমার ভালোবাসা, কিন্তু মেকআপ আমার প্যাশন। যুক্তরাষ্ট্রে এসে বুঝেছি, এ সেক্টরে আমার আরও অনেক কিছু করার আছে।

এদিকে অভিনয়ে পুরোপুরি বিদায় না হলেও মুক্তির অপেক্ষায় রয়েছে মোনালিসা অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ট্র্যাপড’। সংগীতশিল্পী হৃদয় খান পরিচালিত ও অভিনীত এ চলচ্চিত্রের টিজার ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়