Apan Desh | আপন দেশ

শ্বাসরোধ করে মাকে হত্যা করল ছেলে

ধামরাই প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০৭, ১৫ ডিসেম্বর ২০২৫

শ্বাসরোধ করে মাকে হত্যা করল ছেলে

ছবি: আপন দেশ

ঢাকার ধামরাই পৌরসভার দক্ষিণ পাড়া এলাকায় জোৎস্না রানী সরকার (৬৫) নামে এক মাকে শ্বাসরোধে হত্যা করেছে  আপন ছেলে। হত্যার পর ছেলে মানিক মায়ের পাশে বসে কান্নাকাটি করছিলেন।

রোববার (১৪ ডিসেম্বর) পৌরশহরের দক্ষিণপাড়া সরকারী কলেজের পশ্চিমপাশ এলাকায় এমন ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। সোমবার(১৫ ডিসেম্বর)  সকালে লাশটি ময়না তদন্তের জন্য ঢাকা হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করেন।

নিহত জোৎস্না রাণী সরকার ধামরাই পৌরশহরের দক্ষিণপাড়া মহল্লার বিদু সরকারের স্ত্রী। রাতেই অভিযান চালিয়ে ছেলে মানিক মিয়াকে নিজ এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় মেয়ে লক্ষী রাণী মজুমদার বাদী হয়ে ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং১৫)। 

আরও পড়ুন<<>>ক্ষুদে ফুটবলার জিসানকে তারেক রহমানের উপহার

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত জোৎস্না রাণী সরকারের ছেলে মানিকের সঙ্গে নিজ বাড়িতে বসবাস করতেন। প্রায় সময় মায়ের সঙ্গে খারাপ আচরণ করতেন। মাকে ঠিকমত চিকিৎসা করাতেন না। পরে রোববার মায়ের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায় মাকে গলাটিপে ও মুখ চেপে ধরে শ্বাসরোধ  করে মাকে হত্যা করে। এরপর মায়ের পাশে বসে কান্নাকাটি করে মানিক। পরে আশে পাশের লোকজন এসে জোৎস্না রাণী সরকারকে উদ্ধার করে ধামরাই সরকারী হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে মানিকের স্ত্রী শেফালী রাণী সাংবাদিকদের উদ্দেশে বলেন, আমি কিছু জানি না।

এ বিষয়ে ধামরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। রাতেই অভিযান চালিয়ে হত্যাকারী মানিককে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদে মার মুখ চেপে ধরার কথা স্বীকার করেন মানিক। সোমবার সকালে লাশটি ময়না তদন্তের জন্য ঢাকা হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করা হয়েছে। আসামী মানিককে আদালতে প্রেরণ করা হয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়