আনিস আলমগীর
সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি হেফাজতে নেয়া হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) রাত ৮টা ৫০ মিনিটে আনিস আলমগীর গণমাধ্যমকে নিজে বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, ‘বর্তমানে আমি ডিবি হেফাজতে আছি।’
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলামও।
তিনি বলেন, আমরা সাংবাদিক আলমগীরকে ডিবিতে নিয়ে এসেছি। কিছু বিষযয়ে জিজ্ঞাসাবাদ করব তাকে।
তার বিরুদ্ধে কোনো মামলা আছে কি না জানতে চাইলে অতিরিক্ত কমিশনার বলেন, আমরা তাকে স্পেসিফিক কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে এসেছি। বাকি বিষয় আপনাদের ডিএমপি মিডিয়া সেন্টার থেকে জানিয়ে দেয়া হবে।
সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ধানমন্ডির একটি জিম থেকে আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































