
ফাইল ছবি
অনেক জল ঘোলা হওয়ার পর অবশেষে মাঠে গড়াচ্ছে এশিয়া কাপ ক্রিকেট। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতে পর্দা উঠে ‘এশিয়ার বিশ্বকাপ’ খ্যাত এ টুর্নামেন্টের। তবে টাইগাররা মাঠে নামবে উদ্বোধনের দুই দিন পর বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর)।
সূচি অনুযায়ী বাংলাদেশ গ্রুপপর্বের তিনটি ম্যাচই খেলবে আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে। ৮টি দল দুই গ্রুপে ভাগ হয়ে আসরে অংশ নেবে। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে তাদের সঙ্গী শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। ‘বি’ গ্রুপের ৬টি ম্যাচই হবে আবুধাবিতে।
আরও পড়ুন<<>>এশিয়া কাপের জন্য প্রস্তুত বাংলাদেশ
এবারের এশিয়া কাপেও থাকছেন দুই আম্পায়ার। একজন মাসুদুর রহমান মুকুল অন্যজন গাজী সোহেল। এ ছাড়া আফগানিস্তানের আহমদ পাকতিন ও ইজতুল্লাহ সাফি, পাকিস্তানের আসিফ ইয়াকুব ও ফয়সাল আফ্রিদি, শ্রীলঙ্কার রাভীন্দ্র বিমলাসিরি ও রুচিরা পেরেরা, ভারতের রোহন পণ্ডিত ও বিরেন্দ্র শর্মা।
১২ সেপ্টেম্বর পাকিস্তান বনাম ওমান ম্যাচে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্বে দেখা যাবে মুকুলকে। ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে ভারত ও পাকিস্তানের হাই-ভোল্টেজ ম্যাচেও অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন এ অভিজ্ঞ আম্পায়ার। এ ছাড়া ১৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও হংকংয়ের ম্যাচে থাকবেন টিভি আম্পায়ার হিসেবে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।