ছবি: আপন দেশ
যশোর জেলার কেশবপুরে এক বছরের সাজাপ্রাপ্ত ফেরারি আসামি জয়দেব দত্তকে গ্রেফতার করেছে কেশবপুর থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৬ জানুয়ারি) রাতে কেশবপুর থানার অফিসার ইনচার্জের নির্দেশে থানার এসআই হেলালুজ্জামানের নেতৃত্বে একদল চৌকশ পুলিশ উপজেলার ১ নং ত্রিমোহিনী ইউনিয়নের মির্জানগর গ্রামে অভিযান চালিয়ে মৃত রামপ্রসাদ দত্ত এর পুত্র জয়দেব দত্তকে আটক করে।
পুলিশ জানায়, একটি মামলায় বিজ্ঞ আদালত তাকে এক বছরের সশ্রম কারাদন্ড দেন। সেই থেকে জয়দেব দত্ত ফেরারি ছিল। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে আটক জয়দেব দত্ত ও রিমান্ডে আনা ডাকাতি মামলার অপর আসামি মামুনকে বিজ্ঞ যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য জয়দেব দত্ত একজন লেভেলবাজ বাটপার ও টাউট হিসেবে এলাকায় পরিচিত। দীর্ঘদিন ধরে সে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও জালিয়াতি করে অর্থ হাতিয়ে নিয়ে আসছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































