Apan Desh | আপন দেশ

দেশ ছাড়ার গুজব উড়িয়ে মিরপুরে বুলবুল

দেশ ছাড়ার গুজব উড়িয়ে মিরপুরে বুলবুল

প্রকাশিত: ১২:২৬, ২৬ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৩:০৪, ২৬ জানুয়ারি ২০২৬

দেশ ছাড়ার গুজব উড়িয়ে মিরপুরে বুলবুল

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

এ মুহুর্তে কঠিন সময় পার করছে দেশের ক্রিকেটাঙ্গন। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না টাইগারদের। এনিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। তারমধ্যেই গুঞ্জন রটে মধ্যরাতে গোপনে দেশ ছেড়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ঝড় উঠে। তবে গুজব উড়িয়ে মিরপুর শেরে বাংলায় হাজির হন দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান।

রোববার (২৫ জানুয়ারি) বিকেল থেকে গুঞ্জন রটে, রিটার্ন টিকিট না করেই অস্ট্রেলিয়ার উদ্দেশে পাড়ি জমাচ্ছেন বুলবুল। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না খেলা ও বিসিবির একাধিক পরিচালকের পদত্যাগের ইস্যুতে নাকি চাপে ছিলেন। তবে সোমবার (২৬ জানুয়ারি) সকালেই সব গুজবের অবসান হয়।

এদিন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা গেছে বুলবুলকে। বিসিবিতে আম্পায়ারদের প্রোগ্রামেও দেখা গেছে তাকে। মাঠও ঘুরে দেখেছেন বিসিবির এ প্রধান।

আরও পড়ুন<<>>গোপনে দেশ ছাড়ার গুঞ্জন বিসিবি সভাপতির

প্রসঙ্গত, দেশের ক্রিকেটে সাম্প্রতিক সময়ে ঘটে গেছে বড় কিছু কাণ্ড।  বোর্ড পরিচালকদের মধ্যে একজনের বিরুদ্ধে ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ উঠেছে। তিনি অডিট কমিটি থেকে পদত্যাগও করেছেন। পদত্যাগ করেছেন বিসিবির আরেক পরিচালক ইশতিয়াক সাদেক। অন্যান্য পরিচালকদের গণমাধ্যমের সামনে একের পর এক বেফাঁস মন্তব্যে বেশ চাপেই ছিল বিসিবি। 

এরই মাঝে বিপিএলের ম্যাচও বয়কট করেছিলেন ক্রিকেটাররা। আলোচিত বোর্ড পরিচালক এম নাজমুল ইসলামকে আবারও অর্থ কমিটির প্রধানের দায়িত্ব ফিরিয়ে দিচ্ছে বিসিবি। আর সবচেয়ে বড় ব্যাপার হিসেবে, টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলা তো আসেই। সবমিলিয়ে বেশ চাপেই ছিলেন বুলবুল। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়