Apan Desh | আপন দেশ

শরিফুল সোহানের যুগল কবিতা

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১০:০৬, ২৮ জানুয়ারি ২০২৬

আপডেট: ১০:১৯, ২৮ জানুয়ারি ২০২৬

শরিফুল সোহানের যুগল কবিতা

ছবি: আপন দেশ

শরিফুল সোহানের যুগল কবিতা

 

মুখোশের বিপরীতে মুখোশ

যেভাবে চষে বেড়াচ্ছি এ প্রান্তর
শক্ত খোলস ভেঙে
বিচ্ছিন্ন মস্তিষ্কের মতো—
ছিটকে গেছি এ শহরের বুকে!

মুখোশের আড়ালে মুখোশ—তাই
ব্যবচ্ছেদের ঘুণে ধরা প্রান্তর
ঝিরি বাতাসের গাহান...

ধূপ শিখা—কুয়াশা; ঠান্ডা জলের দিন

মুখ ঢাকা গরম শ্বাসের কাছে
যেভাবে হেঁটে যায় মানুষ
দূরের পথ ধরে—
উষ্ণ নদীর কাছে, ঠিক সেভাবে
মাস্তুল ভাঙা শরীর নিয়ে দাঁড়িয়েছি

অথচ মুখোশের বিপরীতে দাঁড়িয়েছে মুখোশ!

 

উড়ন্ত ফড়িঙের পিঠে

আর যারা মুক্ত বিহান ছেড়েছে
অলস দুপুর—
ঘরে ফেরার সন্ধ্যায়
যারা জীবন কেনার জন্য ছুঁটে
তাদের, উড়ন্ত ফড়িঙের মতো
ধরে নিয়ে গেছে
একঝাঁক কৈশোরী ঋণ।

দ্রুতগামী ট্রেন, অচেনা কমলাপুর
সেখানে তাদের পাবে...

মুক্ত আকাশের পথ—
দূরত্বহীন এ শহরের মাঝে
তবু সবটুকু ফাঁকা
গানহীন একঘেয়ে পৃথিবীর কথা
যেখানে হারায়—

শক্ত দেয়ালের পিঠে একটা ফড়িঙ।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়