পাকিস্তানে সতর্কতা জারি
পাকিস্তানে উঁচু অঞ্চলে ভারী তুষারপাতের কারণে সড়ক বন্ধ হয়ে যাওয়া ও ভূমিধসের আশঙ্কা জানিয়ে নাগরিকদের ‘অতিরিক্ত সতর্ক’ থাকার পরামর্শ দেয়া হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে পাকিস্তান আবহাওয়া অধিদফতর (পিএমডি)। এক বিবৃতিতে আবহাওয়া অফিস জানায়, ভারী তুষারপাতের ফলে নারণ, কাগান, দির, সোয়াত, কালাম, চিত্রাল, কোহিস্তান, মানসেহরা, অ্যাবোটাবাদ, শাংলা, আস্তোর, হুনজা, স্কার্দু, মুর্রি, গালিয়াত, নীলাম উপত্যকা, বাঘ, পুঞ্চ, হাভেলি, কোয়েটা, জিয়ারাত, চামান, পিশিন, কিলা আবদুল্লাহ, কিলা সাইফুল্লাহ, নুশকি, হারনাই ও ঝোব এলাকায় সড়ক বন্ধ হয়ে যেতে পারে এবং রাস্তা পিচ্ছিল হতে পারে।
১১:০৭ এএম, ২৬ জানুয়ারি ২০২৬ সোমবার