পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ধর্ম উপদেষ্টার সাক্ষাৎ
পাকিস্তানের প্রধানমন্ত্রী মিয়া শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ইসলামাবাদের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, শিক্ষা, সংস্কৃতি, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা হয়।
পাকিস্তানের প্রধানমন্ত্রী প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ। ভবিষ্যতে এ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
০৩:২৪ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার