Apan Desh | আপন দেশ

আ.লীগ কখনোই বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেনি: সালাহউদ্দিন আহমেদ

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০৮, ২৬ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৯:০৯, ২৬ জানুয়ারি ২০২৬

আ.লীগ কখনোই বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেনি: সালাহউদ্দিন আহমেদ

ছবি: আপন দেশ

আওয়ামী লীগ কখনোই বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেনি বলে মন্তব্য করেছেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সালাহউদ্দিন আহমেদ।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে চকরিয়ার দুর্গম বমুবিলছড়িতে শহীদ আবদুল হামিদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়। এটি একটি গণহত্যাকারী, ফ্যাসিবাদী ও মাফিয়া শক্তি।

সালাহউদ্দিন আরও বলেন, আওয়ামী লীগের কখনোই প্রকৃত রাজনৈতিক চরিত্র ছিল না। যারা এখনো আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল, তাদের প্রতি অনুরোধ-আপনারা স্বাধীনতাপন্থী শক্তির সঙ্গে থাকুন।

আরও পড়ুন <<>> পরিবর্তনের পক্ষে রায় দিন: সাইফুল হক

তিনি আবারও বলেন, আওয়ামী লীগ বাংলাদেশকে ভারতের করদ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। গণঅভ্যুত্থানের মুখে তারা দেশ ছেড়ে পালিয়ে ভারতের দিল্লিতে আশ্রয় নিয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, বাকি যারা দেশেই আছে তারা বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রকে সমর্থন করবেন।

সালাউদ্দিন বলেন, শেখ হাসিনা একা পালিয়ে গেলেও তার সব কর্মী দেশ ছেড়ে যেতে পারেনি। অনেকের যেতে হয়নি। যারা দেশে আছেন তারা রাজনীতিতে অংশ নিতে পারেন।

এছাড়া তিনি উল্লেখ করেন, কিছু দল ধর্মের উছিলায় ভোট চায় এবং জনসাধারণকে বিভ্রান্ত করার চেষ্টা করে।

এ জনসভায় বমুবিলছড়ি ইউনিয়ন বিএনপি ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা  উপস্থিত ছিলেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

একীভূতকরণ হচ্ছে বিডা-বেজা-বেপজাসহ ৬ প্রতিষ্ঠান জুলাই গণঅভ্যুত্থানকারীদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ জারি হ্যাঁ মানে আজাদী, না মানে গোলামী: জামায়াত আমীর চট্টগ্রাম বন্দর পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল আ.লীগ কখনোই বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেনি: সালাহউদ্দিন আহমেদ ডাকসু থেকে সর্বমিত্র চাকমার পদত্যাগ সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ড গাজীপুরে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু ফিলিপাইনে ফেরি ডুবে নিহত ১৫, বহু নিখোঁজ বিসিবি নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছে: আমিনুল ৩ দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি পাকিস্তানে সতর্কতা জারি বাবার জন্মদিনে মির্জা ফখরুলকন্যার আবেগঘন পোস্ট