
সিরিজ জয়ী বাংলাদেশ দল
আর মাত্র কয়েক দিন পর মাঠে গড়াবে এশিয়া কাপ। তার আগে প্রস্তুতি সেরে নিল বাংলাদেশ দল। ঘরের মাঠে নেদারল্যান্ডসকে ২-০ ব্যাবধানে উড়িয়ে আত্ববিশ্বাস বাড়িয়ে নিল টাইগাররা। এখন এশিয়ার ‘বিশ্বকাপের’ জন্য পুরো প্রস্তুত লাল সবুজের প্রতিনিধিরা।
এশিয়া কাপের আগে যেভাবে প্রস্তুতি নিতে চেয়েছিল দল, সেভাবেই হয়েছে। তাতে ভীষণ খুশি বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস। তার মতে আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া এশিয়া কাপের জন্য পুরোপুরি প্রস্তুত দল।
বুধবার (০৩ সেপ্টেম্বর) ম্যাচ শেষে লিটন সাংবাদিকদের অধিনায়ক বলেন, একটার পর একটা ভালো সিরিজ যাচ্ছে। আমি পারফর্ম করছি, আর এটাই দলের প্রয়োজন। যখন নেতা পারফর্ম করে না, তখন দলের মনোবল কিছুটা নিচে নেমে যায়। সেদিক থেকে বলবো, আমার টিমের সবাই পারফর্ম করছে। আমারও একটা চ্যালেঞ্জ ছিল, আমি দেখিয়েছি যে উন্নতি করেছি এবং খুশি দলের অংশ হয়ে প্রভাব রাখতে পারছি।
আরওপড়ুন<<>>বাংলাদেশের উড়ন্ত সূচনার পর বৃষ্টিতে খেলা বন্ধ
প্রথম দুটি ম্যাচ জেতায় বাংলাদেশ সিরিজ নিশ্চিত করেছে ২-০ ব্যবধানে। লিটন নিজেও সিরিজসেরা নির্বাচিত হন—প্রথম ও শেষ ম্যাচে হাফ-সেঞ্চুরির সুবাদে ১৫৫.৯১ স্ট্রাইক রেটে ১৪৫ রান করেন তিনি।
শেষ ম্যাচে বৃষ্টির কারণে আর ব্যাট করার সুযোগ না পেলেও লিটন জানান, এর আগেই ব্যাটিং লাইনআপের শক্তিশালী পারফরম্যান্স থেকে অনেক ইতিবাচক দিক পাওয়া গেছে, আবহাওয়ার ওপর কারও হাত নেই। অবশ্যই ভালো হতো যদি আরও ব্যাটার সুযোগ পেত, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা প্রথম দুই ম্যাচে দাপটের সঙ্গে জিতেছি। বড় টুর্নামেন্টের আগে এটা ভালো লক্ষণ। সব ব্যাটারকে নামতেই হয়নি, এটা প্রমাণ করে আমাদের টপ অর্ডার দারুণ খেলেছে। এশিয়া কাপে এমন দিন আসবে যখন সবাইকে ব্যাট করতে হবে, তাতে সমস্যা নেই। কিন্তু এখনকার পরিস্থিতি দেখাচ্ছে আমরা ভালো অবস্থানে আছি।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।