Apan Desh | আপন দেশ

জনগণকে ভোটাধিকার রক্ষার আহবান মির্জা আব্বাসের

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:২৫, ২৬ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৭:২৫, ২৬ জানুয়ারি ২০২৬

জনগণকে ভোটাধিকার রক্ষার আহবান মির্জা আব্বাসের

ছবি: আপন দেশ

আগামী ১২ ফেব্রুয়ারির ভোট দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য নিজেদের ভোটাধিকার রক্ষায় জনগণকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন ঢাকা-৮ আসনের বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

সোমবার (২৬ জানুয়ারি) শাহবাগ থানার ৩৭ নং ওয়ার্ডে গণসংযোগ এবং বিআইডব্লিউটিসি শ্রমিক দল আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এরপর তিনি ২১নং ওয়ার্ডের বিশ্ব সাহিত্য কেন্দ্র গলিতে গণসংযোগ করেন।

আব্বাস বলেন, বিএনপি আন্দোলন করছে। জনগণকে সঙ্গে নিয়ে নিজ শক্তিতে বলীয়ান হয়ে উঠেছে। আমাদের জোট ও সহযোগী দল থাকলেও বিএনপির শক্তিকে ভয় পেয়ে কিছু দল আমাদের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। ক্ষমতায় যাওয়ার আগেই প্রোপাগান্ডা ও অপপ্রচারের মাধ্যমে আমাদের দোষী সাব্যস্ত করার চেষ্টা চলছে। গত ১৭ বছরে বিএনপি ক্ষমতার বাইরে থেকেছে, এ সময় নেতাকর্মীরা শান্তিতে থাকতে পারেনি। প্রায় ৫ হাজার নেতাকর্মী গুম ও হত্যা হয়েছে। এত কিছুর পর যখন নির্বাচন এসেছে, তখন আবার বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। 

আরও পড়ুন<<>>সংখ্যালঘু নেই, সবাই বাংলাদেশী: মির্জা ফখরুল

তিনি বলেন, শহীদ জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছেন। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন সংগ্রামের মধ্যদিয়ে বিএনপি শক্তিশালী ভীতে পরিনত হয়েছে। বর্তমানে তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন। তিনি বলেন, আমরা অনেক সময় নেতৃত্বের অভাবে পড়লেও দলের নেতৃত্বে কখনও শূন্যতা তৈরি হয়নি। কখনও খালেদা জিয়া আবার কখনও তারেক রহমান এ শূণ্যতা বুঝতে দেননি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মতো অবদান তারেক রহমান রাখবেন, সে জন্য আপনারা দোয়া করবেন। আমরা নেতাকর্মীরা তাকে সর্বাত্মক সহযোগিতা করবো।

ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, নিজেদের অধিকার রক্ষার জন্য নিজেদেরকেই কথা বলতে হবে।

মতবিনিময় সব শেষে এরপর তিনি ২১নং ওয়ার্ডের বিশ্ব সাহিত্য কেন্দ্র গলিতে গণসংযোগ কালে যুবকদের উদ্দেশ্যে মির্জা আব্বাস বলেন, চাকরিটা বড় বিষয় মনে করলে কেউ কখনও সমস্যার সমাধান করতে পারবে না। চাকরির বাইরে যেসব স্ট্রাকচার বা প্রতিষ্ঠান তৈরি করা যায়, সেগুলোও আমাদের শিখতে হবে। আজ আমি একটা ফ্রিল্যান্সিং ড্যাম্পিং-এ গিয়েছিলাম। সেখানে ছেলেরা এমন ধরনের প্রশ্ন করেছিল। তবে এখন ফ্রিল্যান্সিং করে বাংলাদেশে খুব ভালো টাকা আয় করা সম্ভব। যদি কেউ মন দিয়ে কাজ করে, তাহলে খুব ভালো আয় করতে পারে।

এ জন্য আমাদের শুধুমাত্র চাকরির ওপর নির্ভরশীল হওয়া দরকার নেই। তরুণদের বলি চাকরি সবসময় সমাধান নয় বরং নিজেকে এমনভাবে তৈরি করো যে তুমি ভবিষ্যতে ১০০ জনকে চাকরি দিতে পারো। নিজের কৌশল, দক্ষতা ও ফিল্ডে নিজেকে উন্নত করো।

তিনি বলেন, মাঝে মাঝে আমার খুব দুঃখ লাগে। যারা চাকরি করতে আসে, একজন ডাক্তার ব্যাংকে চাকরি করতে চায়, একজন ইঞ্জিনিয়ার ব্যাংকে চাকরি করতে চায়। আমি কষ্ট পাই। আমি বলি, ভাই, তুমি ইঞ্জিনিয়ার হয়ে তোমার শিক্ষা জাতির কাজে লাগাও। তুমি ডাক্তার হয়ে তোমার শিক্ষা রোগীর সেবায় লাগাও। 

তিনি আরও বলেন, নিজেকে নিজের জন্য, পরিবারের জন্য এবং দেশের জন্য উপযুক্ত করে তুলতে হবে। চাকরি বড় বিষয় নয়। হ্যাঁ, তবে দেশ চালানোর জন্য মানুষ দরকার। আমাদের সেখানে যোগ্যতা ও দক্ষতা থাকা উচিত। 

এর পরে বিকেলে মির্জা আব্বাস বিজয়নগর স্কাউট মার্কেটে নির্বাচনী প্রচারণার ক্যাম্প উদ্বোধন করেন এবং বিজয়নগর বড় রাস্তায় পিঠা উৎসবে অংশ নেন। রাতে তিনি পল্টন কমিউনিটি সেন্টারে বারবিডাসহ ৫টি ব্যবসায়িক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে নির্বাচনী আলোচনা সভা অংশ নিবেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়