Apan Desh | আপন দেশ

ময়মনসিংহে বিএনপির ৩০ নেতা বহিষ্কার

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৩, ৩১ জানুয়ারি ২০২৬

আপডেট: ২০:৪৪, ৩১ জানুয়ারি ২০২৬

ময়মনসিংহে বিএনপির ৩০ নেতা বহিষ্কার

ফাইল ছবি

ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থীর বিপক্ষে এবং দলের বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় ৩০ জনকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে তাদের বহিষ্কার করা হয়।

বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া বহিষ্কারের চিঠিতে প্রথমে ২৯ জনের তালিকা প্রকাশ করা হয়। পরে সংশোধনী দিয়ে ৩০ জন বহিষ্কারের তথ্য জানানো হয়। ময়মনসিংহ-১ আসনে বিএনপির প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ বিষয়টি জানিয়েছেন। 

আরও পড়ুন<<>>ধানের শীষে ভোট দিলে কেউ অধিকার হরণ করতে পারবে না: সালাহউদ্দিন

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় ময়মনসিংহ উত্তর জেলাধীন হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোজাম্মেল হোসেন খান, সাজ্জাদ হোসেন খান, আ ন ম সাদেকুর রহমান, উপজেলা বিএনপির সদস্য মো. নুরুল আলম, মো. সুজারুল ইসলাম, এখলাস উদ্দিন ও হাবিবুর রহমান, হালুয়াঘাট পৌর বিএনপির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, মোল্লা মো. আলী সাবরী, আবুল কাশেম, পৌর বিএনপির সদস্য মো. মতিউর রহমান, মো. শরিফুল আলম, মো. হাবিবুর রহমান, ধোবাউড়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. কাছিম উদ্দিন বিশ্বাস, মো. নজরুল ইসলাম, মো. মঞ্জুরুল হক, মো. মেজবাহ উদ্দিন ও মো. আবদুস শহিদ মিয়া, ধোবাউড়া উপজেলা বিএনপির সদস্য মো. ওয়াজেদ আলী, মো. আজিজুল হক, মো. আবদুর রশিদ, মো. কবিরুল ইসলাম, খন্দকার আক্কাছ আলী, মো. শাখাওয়াত হোসেন, মো. আবদুল হামিদ, মো. শামীম মিয়া, মো. মাসুদ সরকার, মো. মোশারফ হোসেন, মো. মারফত আলী ও মো. কামাল সরকারকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।

দলীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহ-১ আসনে ধানের শীষের প্রার্থী সৈয়দ এমরান সালেহ। তার বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক (বহিষ্কৃত) সালমান ওমর প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে সালমান ওমরের নির্বাচনি কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে ১৬ জানুয়ারি বিএনপির প্রার্থীর সমর্থকদের ছুরিকাঘাতে ‘বিদ্রোহী’ প্রার্থীর এক কর্মী খুন হন।

ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক এনায়েত উল্লাহ বলেন, দলীয় প্রার্থীর বিরুদ্ধে যেসব নেতাকর্মী কাজ করছিলেন, তাদের তালিকা করে কেন্দ্রে পাঠানো হয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি। 

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়