Apan Desh | আপন দেশ

সড়ক দুর্ঘটনা

টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ৩ যাত্রীর

টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ৩ যাত্রীর

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের বাসাইলে বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১২ জন। হতাহতরা সবাই বাসযাত্রী।  বুধবার (১৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার বাঐখোলা এলাকায় এ দুর্ঘনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ ও স্থানীয়রা জানায়, জামালপুরের তারাকান্দি থেকে ছেড়ে আসা ভাই ভাই পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাঐখোলা এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি ট্রাককে অতিক্রম করার চেষ্টা করে। এ সময় ঢাকাগামী রডভর্তি অন্য একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক নারী নিহত হন। এ সময় পুলিশ আহত ১৪ জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত বলে ঘোষণা করেন।

০৪:৫২ পিএম, ১৫ অক্টোবর ২০২৫ বুধবার

কুয়াকাটা-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৩০

কুয়াকাটা-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৩০

কুয়াকাটা-ঢাকা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। পটুয়াখালীর ফতুল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। একটি যাত্রীবাহী বাস ও  র‍্যাবের গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় মোট ৩ জন নিহত হয়েছেন। এছাড়াও ৩০ জন যাত্রী আহত হয়েছেন। শনিবার (১১ অক্টোবর) সকাল ৯টার দিকে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে একজন র‍্যাব সদস্য। অপর নিহতদের মধ্যে একজন নারী ও একটি শিশু।  র‍্যাব সূত্রে জানা গেছে, র‍্যাব-৮ এর সদস্যরা কুয়াকাটা ভ্রমণে যাচ্ছিলেন। তারা স্বজনদের নিয়ে একটি কোস্টারে (বরিশাল মেট্রো-ঝ ১১-০০৬) ছিলেন। কোস্টারটিতে প্রায় ৩০ জন যাত্রী ছিলেন। সকাল সাড়ে আটটার দিকে গাড়িটি ফতুল্লা বাজার এলাকায় পৌঁছায়। ঠিক সে সময় বিপরীত দিক থেকে একটি বাস আসছিল। বাসটি ছিল কুয়াকাটা-টু-ঢাকা গামী ধানসিঁড়ি পরিবহনের (বরিশাল মেট্রো ব-১১০২০৬)। ফতুল্লা বাজার এলাকায় বাসটির সঙ্গে র‍্যাবের কোস্টারের মুখোমুখি সংঘর্ষ হয়।

০২:৩০ পিএম, ১১ অক্টোবর ২০২৫ শনিবার

সড়কে ঝরল বউ-শাশুড়িসহ তিনজনের প্রাণ

সড়কে ঝরল বউ-শাশুড়িসহ তিনজনের প্রাণ

চট্টগ্রামের চন্দনাইশে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা বউ-শাশুড়িসহ তিন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছে বেশ কয়েকজন।  সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে দোহাজারী পৌরসভার দেওয়ানহাট পাঠানিপুল সংলগ্ন মামা ভাগিনার মাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চন্দনাইশ পৌরসভার মধ্যম হাশিমপুর গ্রামের কারেজির বাড়ির ফাতেমা বেগম (৭৫), তার পুত্রবধূ শামিমা আক্তার (৪২) ও ময়মনসিংহের ঔষধ কোম্পানি এমআর মো. শরীফ (২৬)। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।  জানা গেছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন। নিহতরা সিএনজিচালিত অটোরিকশাযোগে দোহাজারী পৌরসভা এলাকা থেকে ডাক্তার দেখিয়ে বাড়িতে ফিরছিলেন।

০৩:৪২ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৫ সোমবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement