Apan Desh | আপন দেশ

সড়ক দুর্ঘটনা

ঘন কুয়াশায় ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত ২

ঘন কুয়াশায় ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত ২

ঘন কুয়াশায় ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ২ যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) ভোররাতে উপজেলার গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের গড়েয়া ব্রিজ-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ থানার ধনশালা গ্রামে। তিনি ওই গ্রামের হারুন মিয়ার ছেলে জামিল (১৭)। আরেকজনের নাম-পরিচয় পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে গাইবান্ধাগামী কাজী লাইন নামের নৈশ কোচটি গড়েয়া ব্রিজ এলাকায় পৌঁছালে ঘন কুয়াশার কারণে সামনের একটি সিমেন্ট বোঝাই ট্রাককে দ্রুত গতিতে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের ডান পাশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ২ যাত্রী মারা যান।

১২:০৮ পিএম, ২ জানুয়ারি ২০২৬ শুক্রবার

টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ৩ যাত্রীর

টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ৩ যাত্রীর

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের বাসাইলে বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১২ জন। হতাহতরা সবাই বাসযাত্রী।  বুধবার (১৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার বাঐখোলা এলাকায় এ দুর্ঘনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ ও স্থানীয়রা জানায়, জামালপুরের তারাকান্দি থেকে ছেড়ে আসা ভাই ভাই পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাঐখোলা এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি ট্রাককে অতিক্রম করার চেষ্টা করে। এ সময় ঢাকাগামী রডভর্তি অন্য একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক নারী নিহত হন। এ সময় পুলিশ আহত ১৪ জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত বলে ঘোষণা করেন।

০৪:৫২ পিএম, ১৫ অক্টোবর ২০২৫ বুধবার

কুয়াকাটা-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৩০

কুয়াকাটা-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৩০

কুয়াকাটা-ঢাকা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। পটুয়াখালীর ফতুল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। একটি যাত্রীবাহী বাস ও  র‍্যাবের গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় মোট ৩ জন নিহত হয়েছেন। এছাড়াও ৩০ জন যাত্রী আহত হয়েছেন। শনিবার (১১ অক্টোবর) সকাল ৯টার দিকে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে একজন র‍্যাব সদস্য। অপর নিহতদের মধ্যে একজন নারী ও একটি শিশু।  র‍্যাব সূত্রে জানা গেছে, র‍্যাব-৮ এর সদস্যরা কুয়াকাটা ভ্রমণে যাচ্ছিলেন। তারা স্বজনদের নিয়ে একটি কোস্টারে (বরিশাল মেট্রো-ঝ ১১-০০৬) ছিলেন। কোস্টারটিতে প্রায় ৩০ জন যাত্রী ছিলেন। সকাল সাড়ে আটটার দিকে গাড়িটি ফতুল্লা বাজার এলাকায় পৌঁছায়। ঠিক সে সময় বিপরীত দিক থেকে একটি বাস আসছিল। বাসটি ছিল কুয়াকাটা-টু-ঢাকা গামী ধানসিঁড়ি পরিবহনের (বরিশাল মেট্রো ব-১১০২০৬)। ফতুল্লা বাজার এলাকায় বাসটির সঙ্গে র‍্যাবের কোস্টারের মুখোমুখি সংঘর্ষ হয়।

০২:৩০ পিএম, ১১ অক্টোবর ২০২৫ শনিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা