সড়কে ঝরল বউ-শাশুড়িসহ তিনজনের প্রাণ
চট্টগ্রামের চন্দনাইশে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা বউ-শাশুড়িসহ তিন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছে বেশ কয়েকজন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে দোহাজারী পৌরসভার দেওয়ানহাট পাঠানিপুল সংলগ্ন মামা ভাগিনার মাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চন্দনাইশ পৌরসভার মধ্যম হাশিমপুর গ্রামের কারেজির বাড়ির ফাতেমা বেগম (৭৫), তার পুত্রবধূ শামিমা আক্তার (৪২) ও ময়মনসিংহের ঔষধ কোম্পানি এমআর মো. শরীফ (২৬)। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
জানা গেছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন। নিহতরা সিএনজিচালিত অটোরিকশাযোগে দোহাজারী পৌরসভা এলাকা থেকে ডাক্তার দেখিয়ে বাড়িতে ফিরছিলেন।
০৩:৪২ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৫ সোমবার