Apan Desh | আপন দেশ

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খালে, একই পরিবারের ১৪ জন নিহত

আন্তজাতিক ডেস্ক

প্রকাশিত: ০৮:৩৯, ১৭ জানুয়ারি ২০২৬

আপডেট: ০৮:৫৯, ১৭ জানুয়ারি ২০২৬

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খালে, একই পরিবারের ১৪ জন নিহত

ছবি: সংগৃহীত

পাকিস্তানের পাঞ্জাবে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একই পরিবারের ১৪ জন প্রাণ হারিয়েছেন। এতে আরও অন্তত ৯ জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ১১ টার দিকে পাঞ্জাব প্রদেশের খুশাব শহরের কাছে দরবার পাঞ্জপির মানাওয়ান এলাকার এ দুর্ঘটনা ঘটেছে।

শনিবার (১৭ জানুয়ারি) পাকিস্তানের শীর্ষ দৈনিক ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পুলিশের বরাতে ওই প্রতিবেদনে বলা হয়েছে ২৩ জন যাত্রীর মধ্যে চারজন শিশু ও ৫ জন নারী ছিলেন। ট্রাকটি খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলা থেকে খুশাবের উদ্দেশে আসছিল। ঘন কুয়াশা এবং চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় খুশাব শহরের কাছে দরবার পাঞ্জপির মানাওয়ান এলাকার একটি খালে ট্রাকটি পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন ৮ জন।

আরও পড়ুন<<>>গ্রিনল্যান্ডের নিরাপত্তা ন্যাটোর সামষ্টিক দায়িত্ব: ডেনিশ প্রধানমন্ত্রী

পাকিস্তানের কেন্দ্রীয় দুর্যোগ বিষয়ক দফতরের খুশাব শাখার কর্মকর্তা হাফিজ আবদুল রশীদ জানিয়েছেন, শুক্রবার রাত ১১টা ২২ মিনিটের দিকে তারা ইমার্জেন্সি কল পান, তারপর ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শরু করে দুর্যোগ বিষয়ক দফতরের উদ্ধারকারী টিম।

হাফিজ আবদুল রশিদ জানান, উদ্ধারকারী দল ঘটনাস্থল থেকেই মৃত অবস্থায় উদ্ধার করে ৮ জনকে। পরে হাসপাতালে নেয়ার পথে এবং পৌঁছঅনোর পর আরও ৭ জন মারা যান। যে ৯ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে— তাদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক।

নারী ও শিশুদের সবাই নিহত হয়েছেন। আহতদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা সবাই শ্রমজীবী এবং কাজের আশায় বান্নু থেকে খুশাব শহরের দিকে আসছিলেন।

আহত ৯ জনের মধ্যে ২ জনকে খুশাবের টিএইচকিউ এবং ৭ জনকে ডিএইচকিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ এ দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি গভীর শোক জানিয়েছেন। আহতদের যথাযথ চিকিৎসা সেবা প্রদান করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন শেহবাজ শরিফ।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়