Apan Desh | আপন দেশ

হাঁটতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল শিক্ষকের

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২:৫০, ৭ ডিসেম্বর ২০২৫

হাঁটতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল শিক্ষকের

নিহত শিক্ষক রূপজিত কর রাজু

চাকরিজীবী স্ত্রীকে অফিসগামী বাসে তুলে দিয়ে বাড়ি ফেরেন শিক্ষক রূপজিত কর রাজু। পরে আরও দুইজনকে সঙ্গী করে রাস্তায় হাঁটতে বের হন। আর এ হাঁটাই যেন তার জীবনের কাল হয়ে দাঁড়াল। সবজিবোঝাই একটি ট্রাকের চাপায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক রাজু।

রোববার (০৭ ডিসেম্বর) সকাল ৭টার দিকে হবিগঞ্জের বাহুবল উপজেলার ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের নতুনবাজার এলাকার বেন্দারপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রূপজিত কর রাজু (৩৬) উপজেলার মিরপুর সানশাইন মডেল হাইস্কুলের সহকারী শিক্ষক এবং বানিয়াগাঁও গ্রামের নিপেশ করের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে চাকরিজীবী স্ত্রীকে কুলাউড়া যাওয়ার উদ্দেশে মিরপুর বাজারে বাসে তুলে দেয়ার পর রাজু কর বাড়ি ফিরে আসেন। এরপর এলাকার আরও দুজনকে সঙ্গে নিয়ে মিরপুর-শ্রীমঙ্গল আঞ্চলিক মহাসড়ক ধরে নতুনবাজার এলাকায় হাঁটতে যান। সকাল ৭টার দিকে বেন্দারপুল এলাকায় পৌঁছলে শ্রীমঙ্গলগামী একটি সবজিবোঝাই ট্রাক তাদেরকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

আরও পড়ুন<<>>কৃষকের ২ পা কেটে কুপিয়ে হত্যা

দুর্ঘটনায় রূপজিত কর রাজু ও ফুরঞ্জন দেব গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠালে চিকিৎসক রূপজিত কর রাজুকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ফুরঞ্জন দেবকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

সানশাইন মডেল হাইস্কুলের পরিচালক এম. শামছুদ্দিন বলেন, রূপজিত কর রাজুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাজুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।

বাহুবল মডেল থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর শুনেছি। একজন শিক্ষক নিহত হয়েছেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়