Apan Desh | আপন দেশ

বাসচাপায় একই পরিবারের ৩ নারী-শিশুজনসহ নিহত ৪

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৫৫, ৫ ডিসেম্বর ২০২৫

বাসচাপায় একই পরিবারের ৩ নারী-শিশুজনসহ নিহত ৪

ছবি : আপন দেশ

ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় একই পরিবারের তিনজনসহ মোট চারজন যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (০৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের পূর্ব সদরদী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজন নারী, একটি শিশু এবং একজন অজ্ঞাত ব্যক্তি রয়েছেন। এ ঘটনায় একটি শিশুসহ আরও তিনজন আহত হয়েছেন। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত চারজনের মধ্যে তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা একই পরিবারের সদস্য এবং ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী গ্রামের বাসিন্দা। রিমু আক্তার (২২), রিমুর ছেলে রায়ান (৩), শিশু রায়ানের নানী নূরজাহান বেগম (৫০)। নিহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আহত তিনজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

আরও পড়ুন<<>>আরাকান আর্মির হাতে ৬ বাংলাদেশি জেলে আটক

পুলিশ সূত্রে জানা যায়, ভাঙ্গা থেকে টেকেরহাটের উদ্দেশে একটি অটোরিকশা চুমুরদী ইউনিয়নের দিকে যাচ্ছিল। পথিমধ্যে পূর্ব সদরদী এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা দ্রুতগতির একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। বাসের চাপায় ঘটনাস্থলেই তিনজন যাত্রী নিহত হন।

বাকি আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও একজনের মৃত্যু হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ রকিবুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে এবং আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। প্রাথমিকভাবে নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়