ঘটনাস্থল। ছবি : আপন দেশ
ঘন কুয়াশায় ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ২ যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) ভোররাতে উপজেলার গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের গড়েয়া ব্রিজ-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ থানার ধনশালা গ্রামে। তিনি ওই গ্রামের হারুন মিয়ার ছেলে জামিল (১৭)। আরেকজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে গাইবান্ধাগামী কাজী লাইন নামের নৈশ কোচটি গড়েয়া ব্রিজ এলাকায় পৌঁছালে ঘন কুয়াশার কারণে সামনের একটি সিমেন্ট বোঝাই ট্রাককে দ্রুত গতিতে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের ডান পাশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ২ যাত্রী মারা যান।
এসময় বাসের আরও ৫ জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান।
আরও পড়ুন : পঞ্চগড়ে দেখা নেই সূর্যের, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সরোয়ার আলম খান।
সরোয়ার আলম খান জানান, ঘন কুয়াশা ও বাসের উচ্চ গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। বাসটি আটক করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































