প্রতীকী ছবি
চট্টগ্রামের মিরসরাইয়ে এক নিয়ন্ত্রণহীন ট্রাকের ধাক্কায় অটোরিকশায় থাকা এক মাদরাসা ছাত্রীসহ দুইজন নিহত হয়েছেন।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাজারের জাহেদিয়া মাদরাসার সামনে ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত করা গেছে। তিনি হলেন বড়তাকিয়া জাহেদিয়া দাখিল মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী খাদিজা মাশমুম। অপর নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
দুর্ঘটনায় গুরুতর আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে মাদরাসার সামনে মহাসড়কের পাশে অটোরিকশাটি দাঁড়িয়ে ছিল। এ সময় চট্টগ্রামমুখী একটি নিয়ন্ত্রণহীন ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পাশে থাকা পুকুরে ঠেলে দেয়। ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে দুইজন ঘটনাস্থলেই প্রাণ হারান।
আরও পড়ুন <<>> আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে প্রার্থীর ছেলেকে তলব
দুর্ঘটনার কারণে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে দীর্ঘ যানজট তৈরি হয়।
চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) নাদিম হায়দার বলেন, আমি ওই পথ দিয়ে যাচ্ছিলাম। বড়তাকিয়া এলাকায় দুর্ঘটনার বিষয়টি দেখেই ফায়ার সার্ভিস ও পুলিশকে দ্রুত খবর দিয়েছি। নিহত দুইজন ও আহত তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































