Apan Desh | আপন দেশ

বাস উল্টে প্রাণ গেল দুই জনের

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১০:০২, ৯ জানুয়ারি ২০২৬

বাস উল্টে প্রাণ গেল দুই জনের

ছবি : আপন দেশ

কুমিল্লার চান্দিনার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে অন্তত দুইজন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার তীরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ফেনীর ফুলগাজী উপজেলার উত্তর আনন্দপুর এলাকার মজিবুল হক মজুমদারের ছেলে সাইদুল হক মজুমদার (৩৪) এবং নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার চরফকিরা এলাকার মৃত আবুল বাশারের ছেলে আরমান হোসেন (১৬)।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. রুহুল আমিন এ বিষয় নিশ্চিত করেন।

আরও পড়ুন<<>>মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় বিপর্যস্ত জনজীবন

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে মহাসড়কের চান্দিনা উপজেলার তীরচর এলাকায় ইউটার্নের সামনে হঠাৎ নিয়ন্ত্রণ হারায় চট্টগ্রামগামী যাত্রীবাহী স্টার লাইন বাসটি। এসময় বাসটি চট্টগ্রামমুখী লেন থেকে ইউটার্ন পার হয়ে ঢাকা মুখী লেনে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী মারা যান। আহত হন অন্তত ১০জন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি রুহুল আমিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বাস উদ্ধার করে। দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। তারা উভয়ে বাসের যাত্রী ছিলেন। চালক বা হেলপারকে পাওয়া যায়নি। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়