Apan Desh | আপন দেশ

অটোরিকশা-বাইকের সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১০:৪২, ১ জানুয়ারি ২০২৬

অটোরিকশা-বাইকের সংঘর্ষে নিহত ২

ছবি : আপন দেশ

রাজধানীর মৌচাক ফ্লাইওভারে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (০১ জানুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে মৌচাক ফরচুন মার্কেট সংলগ্ন ফ্লাইওভারটির ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। রমনা থানার এসআই সুশান্ত কুমার খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাইকটি মগবাজার ওয়ারলেসের দিক থেকে উঠে রাজারবাগের দিকে যাচ্ছিল। আর অটোরিকশাটি শান্তিনগরের দিক থেকে মালিবাগ আবুল হোটেলের দিকে যাচ্ছিল।

ফ্লাইওভারের ক্রসিংয়ে সংঘর্ষে অটোরিকশা চালক নয়ন তালুকদার (৭০) ও মোটরসাইকেল চালক ইয়াসিন আরাফাত আশিক (২১) গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান এসআই সুশান্ত।

আরও পড়ুন<<>>বালুবোঝাই ট্রাক উল্টে নিহত চার

নয়ন তালুকদারের বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলায়, তিনি যাত্রাবাড়ীর ধলপুরে থাকতেন। আর নিহত ইয়াসিনের বাসা মুগদা এলাকায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

তিনি আরও জানান, আমরা জানতে পেরেছি মৌচাক ফ্লাইওভারের উপরে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালক ও মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। পরে তাদের ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করে। আমরা বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়