
বাংলাদেশের অধিনায়ক লিটন দাস
নেদারল্যান্ডসকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে শেষ টি-টোয়েন্টিতে টসে হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। শুরু থেকেই প্রতিপক্ষের বোলারদের ওপর চড়া্ও হয়ে দ্রুত গতিতে রান তুলতে থাকে টাইগাররা। কিন্তু বাংলাদেশের সে চাওয়ায় বাগড়া দিয়েছে বৃষ্টি। আপাতত বৃষ্টির কারণে খেলা বন্ধ রয়েছে।
তবে খেলা বন্ধের আগে ৪.১ ওভারে এক উইকেট হারালেও দ্রুত গতিতে রান তুলেছে বাংলাদেশ। মাত্র ২৫ বলে স্কোরবোর্ডে ৬০ রান জমা করেন অধিনায়ক লিটন দাস, সাইফ হাসান ও তাওহিদ হৃদয়রা।
বুধবার (৩ সেপ্টেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি শুরুর পরই নামে বৃষ্টি। প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। ফলে শেষ ম্যাচটি বাংলাদেশের জন্য বেঞ্চের শক্তি পরীক্ষার বড় মঞ্চ।
আরওপড়ুন<<>>বিমানবন্দরে আটকা পড়েছেন জামাল ভূঁইয়ারা
বাংলাদেশের একাদশে আজ এসেছে ৫ পরিবর্তন। বিশ্রাম দেয়া হয়েছে পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, মাহেদী হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমানকে। দলে ফিরেছেন নুরুল হাসান সোহান, শরিফুল ইসলাম, রিশাদ হসেন, শামীম হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন।
বাংলাদেশ একাদশ:
লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলি, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, শরিফুল ইসলাম, তানজিম হাসান।
নেদারল্যান্ডস একাদশ:
ম্যাক্স ওদুদ, বিক্রমাজিত সিং, অনি তেজা, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), শারিজ আহমেদ, নোয়াহ ক্রোস, টিম প্রিংগেল, কাইল কেলিন, আরিয়ান দত্ত, পল ভ্যান মেকেরেন, ড্যানিয়েল ডোরাম।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।