Apan Desh | আপন দেশ

বিমানবন্দরে আটকা পড়েছেন জামাল ভূঁইয়ারা

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫৭, ৩ সেপ্টেম্বর ২০২৫

বিমানবন্দরে আটকা পড়েছেন জামাল ভূঁইয়ারা

ছবি: বাফুফে

এশিয়ান কাপের বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে ম্যাচের আগে প্রস্তুতির অংশ হিসেবে নেপালের বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। সে লক্ষ্যে বুধবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে দেশ ছাড়ার কথা ছিল লাল সবুজ দলের। সে অনুযায়ী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন জামাল ভূঁইয়ারা। 

কিন্তু ফ্লাইট জটিলতয় নির্ধারিত সময়ে উড়েনি বিমান। ফলে বিমানবন্দরে আটকে পড়েছে বাংলাদেশ দল। সে ফ্লাইট এখন নতুন করে ছাড়ার সময় নির্ধারিত হয়েছে সন্ধ্যা ৭টায়। এ বিষয়ে জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমের খান বলেন, আমার সঙ্গে বিমানের স্টেশন ম্যানেজার (নাম) কথা হলো। উনি বলেছেন যে, টেকনিক্যাল কারণে এ সমস্যা হয়েছে। এখন ফ্লাইট দিতে পারছে না, সন্ধ্যা ৭টার সময় দেবে। যেহেতু আমাদের সব আগে থেকে সেট করা ছিল, তাই আমরা তাদেরকে বলছি, এমনটা তো হতে পারে না। এখানে বসার কোনো জায়গা নাই, খাওয়া-দাওয়ার ব্যবস্থা নাই, খেলোয়াড়েরা কী করবে? সবকিছু মিলে একটা দুর্ভোগের মধ্যে পড়েছি।

আরও পড়ুন<<>>প্রীতি ম্যাচ খেলতে নেপালে যাচ্ছেন যারা 

এ বিষয়ে বিমানের স্টেশন ম্যানেজার নাজমুল ইমাম বলেন, টেকনিক্যাল সমস্যার কারণে ফ্লাইটের রিশিডিউল করা হয়েছে। এটা সন্ধ্যা ৭টায় যাবে। সবার (খেলোয়াড় ও কর্মকর্তা) জন্য লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে। জাতীয় দলের খেলোয়াড়দের বিশ্রামের জন্য কোনো হোটেল ব্যবস্থা করা হয়েছে কিনা- এমন প্রশ্নে তার জবাব, না, এরকম কোনো ব্যবস্থা নেই। ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলেছি।

বাংলাদেশের স্কোয়াড: গোলকিপার: সুজন হোসেন, মিতুল মারমা ও পাপ্পু হোসেন ডিফেন্ডার: তপু বর্মণ, রহমত মিয়া, ইসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক রায়হান কাজী, সাদ উদ্দিন, মেহেদী হাসান ও আবদুল্লাহ ওমর। মিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়, জামাল ভূঁইয়া, সৈয়দ শাহ কাজেম কিরমানি, পাপন সিংহ, মোঃ সোহেল রানা ও সোহেল রানা ফরোয়ার্ড:  আরিফ হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, মোহাম্মদ ইব্রাহিম, সুমন রেজা ও শাহরিয়ার ইমন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়