Apan Desh | আপন দেশ

বিশ্বকাপ দল নিয়ে হতাশ রুমানা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৩:২২, ২৪ আগস্ট ২০২৫

আপডেট: ১৩:২৩, ২৪ আগস্ট ২০২৫

বিশ্বকাপ দল নিয়ে হতাশ রুমানা

ক্রিকেটার রুমানা আহমেদ

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এগিয়ে আসছে আরেকটি বিশ্বকাপ। আগামী বছর প্রতিবেশি ভারত ও শ্রীলঙ্কায় বসবে নারী বিশ্বকাপের আসর। বৈশ্বিক এ টুর্নামেন্ট সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে দলে সুযোগ পেয়েছেন বেশ কয়েকজন তরুণী। তবে বেশিরভাগ খেলোয়াড়ের আন্তর্জাতিক অভিজ্ঞতা নেই বললেই চলে।

উইকেটকিপার ব্যাটার রুবিয়া হায়দার ঝিলিক, অফ-স্পিনার নিশিতা আক্তার নিশি এবং টপ-অর্ডার ব্যাটার সুমাইয়া আক্তারের ওপর আস্থা রেখেছে বিসিবি। তারুণ্যনির্ভর এ দল নিয়ে প্রশ্ন তুলেছেন নারী দলের ক্রিকেটার রুমানা আহমেদ। সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ময় ও হতাশা ব্যক্ত করেছেন তিনি।

আরওপড়ুন<<>>বড় হারে গ্রুপ পর্বেই বিদায় নিল বাংলাদেশ

ফেসবুকে রুমানা সেখানে লেখেন, ওয়ার্ল্ড কাপ স্কোয়াড এর সকল নারী খেলোয়াড়কে অভিনন্দন। ওয়ার্ল্ড কাপে সকলের জন্য থাকবে দোয়া ও শুভকামনা। এবং অবশ্যই সবার ভালো পারফরম্যান্সের আশা করব। সে সঙ্গে আমাদের সিলেকশন প্যানেলকে অভিনন্দন। ওয়ার্ল্ডকাপের মতো জায়গায় এতগুলো নতুন মুখ উপহার দেয়ার জন্য। আপনাদের সাহসিকতা সত্যিই প্রশংসনীয়। কোনো প্রকার ইন্টারন্যাশনাল ম্যাচের অভিজ্ঞতা ছাড়াই ওয়ার্ল্ড কাপে খেলানোটা সত্যিই অসাধারণ।

তিনি আরও লেখেন, অসাধারণ আপনাদের প্ল্যান। ওয়ার্ল্ড কাপে যে সাহসটা আপনারা দেখিয়েছেন এবং যে চ্যালেঞ্জ আপনারা নিয়েছেন সেটা সত্যি বিরল হয়ে থাকবে। কিন্তু তাদের আরেকটু অভিজ্ঞ করে নেয়া উচিত ছিল। তাদের কাছে এখনো অনেক সময় পড়ে আছে অভিজ্ঞতা অর্জন করার। কারণ ওয়ার্ল্ডকাপ লেভেলে সবাই অভিজ্ঞতাই খেলে। ওয়ার্ল্ড কাপ থেকে শিক্ষা নেয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আশা করি আপনারা এ ওয়ার্ল্ড কাপ থেকে অনেক কিছু শিক্ষা নিতে পারবেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়