Apan Desh | আপন দেশ

সরাসরি বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কায় বাংলাদেশ! 

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৬, ১২ আগস্ট ২০২৫

সরাসরি বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কায় বাংলাদেশ! 

ছবি: সংগৃহীত

ওয়ানডে ফরম্যাটে নাকি ভালো খেলে বাংলাদেশ। অথচ পছন্দের এ ফরম্যাটেই কিনা সরাসরি বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কায় টাইগাররা। বর্তমানে আইসিসিরি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ১০ নম্বর অবস্থানে বাংলাদেশ। এখান থেকে অবস্থার উন্নতি করতে না পারলে হারাবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের সুযোগ। সে ক্ষেত্রে বাছাই পর্বের ঝুঁকিপূর্ণ পথ পাড়ি দিতে হবে টাইগারদের।

দুই মাসের ব্যবধানে ওডিআই র‌্যাঙ্কিংয়ে অধ:পতন হয়েছে টাইগারদের। গত মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে একটা ম্যাচ জিতে নবম স্থানে উঠেছিল বাংলাদেশ। কিন্তু রোববার (১০ আগস্ট) ওয়েস্ট ইন্ডিজের কাছে পাকিস্তানের হারে ফের অবনতি হয়েছে বাংলাদেশের। জায়গা ছেড়ে দিতে হয়েছে ক্যারিবিয়ানদের। ফলে ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলা নিয়ে নানান সমীকরণের সামনে দাড়িয়ে টাইগাররা।

আগামী বিশ্বকাপ হবে ১৪ দলের। র‌্যাংকিংয়ের শীর্ষ ৮ দল সরাসরি খেলবে মূল আসরে। এছাড়া দুই আয়োজক দক্ষিণ আফ্রিকা আর জিম্বাবুয়ের বিশ্বকাপ নিশ্চিত স্বাগতিক কোটায়। এ মুহূর্তে প্রোটিয়ারা আছে র‌্যাঙ্কিংয়ের ছয়ে, সেরা আটে জায়গা ধরে রাখতে পারলে র‌্যাঙ্কিংয়ের নয় নম্বর দলও সরাসরি বিশ্বকাপ খেলবে। তবে অবস্থানের উন্নতি করতে না পারলে সেক্ষেত্রে বাছাই পর্ব খেলতেই হবে বাংলাদেশকে।

আরওপড়ুন<<>>বিয়ের প্রলোভনে ধর্ষণ: ঘরোয়া ক্রিকেটেও নিষিদ্ধ কোহলির সতীর্থ

২০২৭ সালের ৩১ শে মার্চের র‌্যাঙ্কিং অনুযায়ী বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা হবে। সে অনুযায়ী র‌্যাঙ্কিংয়ের উন্নতি করতে বাংলাদেশ পাচ্ছে বেশ কিছু ম্যাচ। ফিউচার ট্যুর প্রোগ্রাম বলছে, এ সময়ের মধ্যে ভাগ্য বদলাতে ২৬ ওডিআই পাচ্ছে টাইগাররা। তবে ১১টি ম্যাচ বাংলাদেশের চেয়ে অপেক্ষাকৃত দুর্বর দলের সঙ্গে হওয়ায় জিতলেও তাতে লাভ সামান্য । কিন্তু হারলে ক্ষতির পরিমাণ বেশি।

বছর দুয়েক আগেও ওডিআই ফরম্যাটে দারুণ ছন্দে ছিল টাইগাররা। তামিম ইকবালের অধীনে ৩৫ ম্যাচে ২১ জয় পাওয়া বাংলাদেশ শেষ দুই বছরে ৩৪ ওয়ানডেতে জিতেছে মাত্র ৯ টি। পরে বোলিংয়েই যেখানে ভুগতে হয়েছে বেশি। ১৫ ম্যাচে ১১ বারই রান ডিফেন্ড করতে পারেনি বোলিং অ্যাটাক।

সিনিয়র ক্রিকেটারদের বিদায় ছাড়াও এমন করুণ অবস্থার পেছনে কারণ আছে অনেকগুলোই। মানহীন ঘরোয়া ক্রিকেট আর নীতিনির্ধারকদের পরিকল্পনার অভাবে ভুগছে টাইগাররা। নতুন অধিনায়ক মেহেদি হাসান মিরাজের সামনে তাই এখন চ্যালেঞ্জটা বেশি। দলকে একই সুতোয় গাঁথতে না পারলে ১০ দলের বাছাইপর্বে খেলতে হবে বাংলাদেশকে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়