
বিরাট কোহলি-যশ দয়াল। ছবি সংগৃহীত
একের পর এক অভিযোগে চাপে আছেন ভারতীয় পেসার যশ দয়াল। তার বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ করেছেন এক তরুণী। পাশাপাশি এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগও উঠেছে এবারের আইপিএল জয়ী দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এ পেসারের বিরুদ্ধে। দুটো অভিযোগেই মামলা হওয়ায় উত্তরপ্রদেশের ঘরোয়া লিগে খেলার সুযোগ পেলেন না এ ক্রিকেটার
আগামী ১৭ আগস্ট থেকে শুরু হতে যাওয়া উত্তর প্রদেশ টি-টোয়েন্টি লিগের তৃতীয় আসরে গোরক্ষপুর লায়ন্সের হয়ে খেলার কথা ছিল দয়ালের। কিন্তু চলমান মামলার জেরে ও যশকে গ্রেফতার করা হবে না, এমন কোনো নির্দেশ আদালত থেকে না পাওয়ায় তাকে আপাতত খেলতে নিষেধ করেছে উত্তরপ্রদেশ ক্রিকেট সংস্থা। মামলার রায় না হওয়া পর্যন্ত তিনি খেলতে পারবেন না।
গত জুন মাসে গাজিয়াবাদে ২৭ বছর বয়সী এ পেসার দয়ালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এক তরুণী। তার অভিযোগ, পাঁচ বছর ধরে দয়ালের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। এই সময়ে তার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়েছেন দয়াল। তার কাছ থেকে টাকাও নিয়েছেন। তবে তরুণীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছেন দয়াল।
এরই মাঝে দয়ালের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগও উঠেছে। দু’বছর আগে ক্রিকেট খেলার সূত্রেই তার সঙ্গে দয়ালের পরিচয় হয়। সে সময় তিনি নাবালিকা ছিলেন। আইপিএলের ম্যাচ খেলতে জয়পুরে গিয়েছিলেন দয়াল। সে সময় ক্রিকেট সংক্রান্ত পরামর্শ দেয়ার কথা বলে ওই নারীকে একটি হোটেলে ডাকেন দয়াল। সেখানেই তাকে ধর্ষণ করেন এ ক্রিকেটার।
আরওপড়ুন<<>>পাকিস্তানের হারে দু:সংবাদ পেল বাংলাদেশ!
বুধবার (৬ আগস্ট) অপ্রাপ্তবয়স্ক এক মেয়েকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় দয়ালের গ্রেফতারি পরোয়ানা স্থগিত করার আবেদন নাকচ করে দেয় রাজস্থানের হাইকোর্ট। আদালত জোর দিয়ে বলেছেন, ভুক্তভোগী যেহেতু অপ্রাপ্তবয়স্ক, তাই অভিযুক্ত ক্রিকেটারকে গ্রেফতার না করে অন্তর্বর্তীকালীন সুরক্ষা দেয়ার সুযোগ নেই।
জয়পুরে এ মামলার শুনানিতে বিচারপতি সুধেশ বংসাল কেস ডায়েরি তলব করেন এবং ২২ আগস্ট পরবর্তী শুনানির তারিখ ধার্য করেন । শুনানিতে যশ দয়ালের আইনজীবী কুনাল জৈমান দাবি করেন, এ মামলা আসলে ক্রিকেটারকে অপমানিত করার বৃহত্তর ষড়যন্ত্রের অংশ।
যশ দয়াল এখন পর্যন্ত আইপিএলে ৪৩ ম্যাচ খেলে ৪১টি উইকেট শিকার করেছেন। ২০২২ সালে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে তিনি গুজরাট টাইটান্সের হয়ে আইপিএলের শিরোপার স্বাদ পান। সে আসরে ৯ ম্যাচে নিয়েছিলেন ১১ উইকেট। পরের আসরে কেকেআরের বিপক্ষে শেষ ওভারে রিঙ্কু সিংয়ের হাতে টানা পাঁচটি ছক্কা হজম করে আলোচনায় আসেন দয়াল।
এরপর ২০২৪ আইপিএলের নিলামে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাকে দলে ভেড়ায়। সে মৌসুমে বিরাট কোহলিদের প্রথমবার শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তিনি। টুর্নামেন্টে ১৫ ম্যাচে ১৩ উইকেট শিকার করেন এই বাহাতি পেসার। ২০২৫ এর মেগানিলামে আগে তাকে রিটেইন করে বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি।
আাপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।