Apan Desh | আপন দেশ

ভারতকে লজ্জায় ডুবিয়ে বড় জয় অস্ট্রেলিয়ার

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২১:৪৬, ৯ আগস্ট ২০২৫

ভারতকে লজ্জায় ডুবিয়ে বড় জয় অস্ট্রেলিয়ার

ছবি: সংগৃহীত

স্বাগতিক অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি সিরিজ ভালো যাচ্ছে না সফরকারী ভারত ‘এ’ নারী দলের। দ্বিতীয় ম্যাচেও অস্ট্রেলিয়া ‘এ’ নারী দলের কাছে বড় ব্যবধানে হেরেছে তারা। স্বাগতিকদের দেয়া ১৮৮ রানে লক্ষ্যে নেমে মাত্র ৭৩ রানে অলআউট হয়েছে শেফালি-বর্মারা। আর ১১৪ রানে ম্যাচ জিতে নেয় অজিরা। প্রথম টি-টোয়েন্টিতেও হেরেছে ভারতীয় দল।

‘এ’ দলের ম্যাচ হওয়ায় ভারতীয় দলের অনেক তারকা ক্রিকেটারই দলে ছিলেন না। বোলিং আক্রমণেও ছিল ঘাটতি। দলের অধিনায়ক ছিলেন রাধা যাদব। অস্ট্রেলিয়া দলও এভাবেই একাদশ সাজিয়েছে। অ্যালিসা হিলি খেললেও অধিনায়ক ছিলেন নিকোল ফালটুম।

প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৭ রান করে অস্ট্রেলিয়া ‘এ’। দলের পক্ষে ৪৪ বলে ৭০ রান করেন অ্যালিসা হিলি। অপর ওপেনার টাহিলা উইলসন করেন ৪৩ রান। প্রেমা রাওয়াত ছাড়া ভারতের কোনো বোলার উবিধা করতে পারেননি। অধিনায়ক রাধা ৪ ওভারে ৩৫ রান দিয়ে ২ উইকেট নেন। প্রেমা ৪ ওভারে ২৬ রান দিয়ে নেন ১ উইকেট।

আরওপড়ুন<<>>ইতিহাস গড়ে টেস্ট সিরিজ জিতল নিউজিল্যান্ড

জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই হোচট খায় সফরকারীরা। ওপেনার উমা ছেত্রী ডাক মেরে আউট হন। রিচা না খেলায় প্রথম একাদশে খেলেছেন উমা। পরের ওভারে ৩ রান করে ফেরেন শেফালি। এ দলে তিনিই সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার। রান তাড়া করার দায়িত্ব ছিল তার কাঁধে। কিন্তু পুরোপুরি ব্যর্থ তিনি।

নিয়মিত বিরতিতে উইকেট পড়ায় ম্যাচে ফিরতে পারেনি ভারত। ১১ জনের মধ্যে ভারতের দুই ব্যাটার দুই অঙ্কে পৌঁছেছেন। বৃন্দা দীনেশ ২১ ও শেষ দিকে মিন্নু মণি ২০ রান করেছেন। এছাড়া আর কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। শেষ পর্যন্ত ১৫.১ ওভারে ৭৩ রানে গুটিয়ে যায় ভারতীয় দলের ইনিংস। আর তাতেই স্বাগতিকদের কাছে ১১৪ রানের বিশাল ব্যবধানে হেরেছে ভারত।

অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে ৩ ওভারে ৭ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন কিম গার্থ।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়