Apan Desh | আপন দেশ

ইতিহাস গড়ে টেস্ট সিরিজ জিতল নিউজিল্যান্ড

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:০৩, ৯ আগস্ট ২০২৫

ইতিহাস গড়ে টেস্ট সিরিজ জিতল নিউজিল্যান্ড

ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে দ্বিতীয় ও শেষ ম্যাচে ইতিহাস গড়ে জয় তুলে নিয়েছে সফরকারী নিউজিল্যান্ড। শুধু জয় বললেই ভুল হবে, স্বাগতিকদের রীতিমতো নাস্তানাবুদ করেছে কিউইরা। স্বাগতিকদের ইনিংস ও ৩৫৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ২-০তে সিরিজ জিতে নিয়েছে সফরকারী দল।

বুলাওয়েতে প্রথম ইনিংসে জিম্বাবুয়েকে ১২৫ রানে থামিয়ে রানের পাহাড় গড়ে নিউজিল্যান্ড। ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র ও হেনরি নিকোলসের সেঞ্চুরিতে ৩ উইকেটে ৬০১ রান তুলে ইনিংস ঘোষণা করে কিউইরা। ৪৭৬ রানের বিশাল লিড নিয়ে জয়ের পথে অনেকটা এগিয়ে যায় তারা। জবাব দিতে নেমে জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংস মাত্র ১১৭ রানেই গুটিয়ে যায়।

টেস্ট অভিষেকে মাঠে নেমেই জিম্বাবুয়েকে দুঃস্বপ্ন দেখান কিউই বোলার জাকারি ফোকস। মাত্র ৩৭ রান খরচায় শিকার করেন ৫ উইকেট। এটাই এখন নিউজিল্যান্ডের পক্ষে টেস্ট অভিষেকে সেরা বোলিংয়ের কীর্তি।

আরওপড়ুন<<>>হ্যাটট্রিকের পর রোনালদোর বার্তা

এ জয় নিউজিল্যান্ডের ইতিহাসে সবচেয়ে বড় ইনিংস ব্যবধানের জয়, আর টেস্ট ইতিহাসে তৃতীয় বৃহত্তম। তালিকার শীর্ষে আছে ইংল্যান্ডের ১৯৩৮ সালে অস্ট্রেলিয়াকে ইনিংস ও ৫৭৯ রানে হারানো, দ্বিতীয় স্থানে ২০০২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার ইনিংস ও ৩৬০ রানের জয়।

প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেয়া কিউই পেসার ম্যাট হেনরি পুরো সিরিজজুড়ে দাপুটে পারফরম্যান্স দেখিয়েছেন। আগুনে বোলিংয়ে তিনি ১৬ উইকেট নিয়েছেন মাত্র ৯.১২ গড়ে। অসাধারণ পারফরম্যান্সে হয়েছেন সিরিজসেরা। আর ১৫৩ রানের অনবদ্য ইনিংস খেলা কনওয়ের ঝুলিতে গেছে ম্যাচসেরার পুরস্কার।

এর আগে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে জয় ছিনিয়ে নেয় সফরকারী নিউজিল্যান্ড।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়