Apan Desh | আপন দেশ

বাংলাদেশি আম্পায়ার সৈকতের প্রশাংসায় ভারতীয় ধারাভাষ্যকার

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৫:০৩, ৭ জুলাই ২০২৫

আপডেট: ১৫:০৪, ৭ জুলাই ২০২৫

বাংলাদেশি আম্পায়ার সৈকতের প্রশাংসায় ভারতীয় ধারাভাষ্যকার

সৈকত-হার্শা ভোগলে

এজবাস্টনে ভারত-ইংল্যান্ড টেস্টে ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। অসাধারণ আম্পায়ারিংয়ে রীতিমতো প্রশংসা কুড়িয়েছেন এ আম্পায়ার। ম্যাচে তার সিদ্ধান্তের বিপক্ষে নেয়া ১০টি রিভিউয়ের ৮টিই ব্যর্থ হয়েছে।

এমন দুর্দান্ত আম্পায়ারিংয়ের ফলে সৈকতকে প্রশংসায় ভাসিয়েছেন জনপ্রিয় ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) তিনি এ প্রশংসা করেন।

এক্স হ্যান্ডেলে হার্শা লেখেন, এ ম্যাচে আম্পায়ারিং দুর্দান্ত হয়েছে। আপনি ক্রিস গ্যাফেনির কাছ থেকে স্ট্যান্ডার্ড আম্পায়ারিং প্রত্যাশা করবেন। তবে শরফুদ্দৌলা সৈকত ছিলেন দুর্দান্ত।

আরওপড়ুন<<>>৫৭ বছরের রেকর্ড ভাঙলেন প্রোটিয়া অধিনায়ক

টেস্টের পঞ্চম দিনে লাঞ্চের আগমুহূর্তে বেন স্টোকসের আউটের ক্ষেত্রে যে দ্রুত সিদ্ধান্ত নিয়েছেন সৈকত, সেটি ছিল আসলেই দুর্দান্ত। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ৪১তম ওভারের তৃতীয় বলে স্টোকসের বিপক্ষে এলবিডব্লুর আবেদন করেন ওয়াশিংটন সুন্দর। স্টোকসের প্যাডে নাকি ব্যাটে আগে বল লেগেছে, সেটা খালি চোখে বোঝা যাচ্ছিল না।

বোলার ওয়াশিংটনের আবেদন শোনা মাত্রই আউট ঘোষণা করেন সৈকত। স্টোকস রিভিউ নিলে দেখা যায় সৈকতই সঠিক ছিলেন। এমনকি ইংল্যান্ডের অধিনায়কের রিভিউও নষ্ট হয়েছে। এমন সুক্ষ্ম সিদ্ধান্ত দেয়ায় ক্রিকেট ভক্ত থেকে শুরু করে ক্রীড়াপ্রেমী নেটিজেনরাও প্রশংসায় মেতেছেন সৈকতের।

উল্লেখ্য, আইসিসির এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত। এর আগেও আন্তর্জাতিক স্তরে ম্যাচ পরিচালনায় বিচক্ষণতার পরিচয় দিয়েছেন তিনি।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়