Apan Desh | আপন দেশ

৫৭ বছরের রেকর্ড ভাঙলেন প্রোটিয়া অধিনায়ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১২:০৯, ৭ জুলাই ২০২৫

৫৭ বছরের রেকর্ড ভাঙলেন প্রোটিয়া অধিনায়ক

উইয়ান মুল্ডার

জিম্বাবুয়ে সফরে এসেছে দক্ষিণ অফিকা। এক প্রকার দ্বিতীয় সারির দল নিয়ে এসেছে সফরকারী দল। যেখানে প্রথম ম্যাচে প্রোটিয়াদের নেতৃত্ব দিচ্ছেন কেশব মহারাজ। তবে দ্বিতীয় টেস্টে নেই তিনি। তাই অধিনায়কত্বের দায়িত্বটা সামলাচ্ছেন অলরাউন্ডার উইয়ান মুল্ডার।

আর অধিনায়ক হিসেবে অভিষেকেই ব্যাট হাতে ৫৭ বছর আগের রেকর্ড ভাঙলেন প্রোটিয়া অধিনায়ক উইয়ান মুল্ডার। পাশাপাশি জায়গা করেছেন নিয়েছে টেস্ট ক্রিকেট ইতিহাসের পাতায়।

বুলাওয়েতে টস হেরে ব্যাটিং নেমে বিশাল সংগ্রহে দিন শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। প্রথম দিনে ৮৮ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ৪৬৫ রান তুলেছে প্রোটিয়ারা। যেখানে মুল্ডার অপরাজিত আছেন ২৫৯ বলে ২৬৪ রানে। আর তাতেই ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন অলরাউন্ডার উইয়ান মুল্ডার।

আরওপড়ুন<<>>শ্রীলঙ্কার বিপক্ষে জিতে সুখবর পেল বাংলাদেশ

অধিনায়ক হিসেবে দক্ষিণ আফ্রিকার টেস্ট ইতিহাসে প্রথম ম্যাচেই সর্বোচ্চ রানের ইনিংসের মালিক এখন তিনি। ভেঙেছেন ১১২ বছরের পুরোনো রেকর্ড। এ রেকর্ড আগে ছিল হার্বি টেলরের দখলে। ১৯১৩ সালে অধিনায়ক হিসেবে নিজের অভিষেক টেস্টে টেলর করেছিলেন ১০৯ রান। সেই ইনিংস ছাপিয়ে মুল্ডার বুলাওয়ের মাঠে ২১৪ বলে করেন দুর্দান্ত একটি দ্বিশতক। এর আগে শতক পূর্ণ করেন ১১৬ বলে।

রোববার (০৬ জুলাই) জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়ে টেস্টের প্রথম দিনেই নতুন বিশ্বরেকর্ড গড়েন মুল্ডার। তিন নম্বরে নেমে ৫৩ বলে ঝড়ো ফিফটি তোলেন এ ব্যাটার। তবে এখানেই থামেননি মুল্ডার। ১১৬ বলে শতক, ১৬৭ বলে ১৫০ আর ২১৪ বলে ঝড়ো ডাবল সেঞ্চুরি পান অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট খেলতে নামা এ ক্রিকেটার।

দিনশেষে মুল্ডার অপরাজিত থাকেন ২৬৪ রানে। তাও আবার ২৫৯ বলে ৩৪ বাউন্ডারি আর তিন ছক্কা হারিয়ে, ১০১.৯৩ স্ট্রাইক রেটে। অধিনায়ক হিসেবে অভিষেকে এটি সর্বোচ্চ রানের স্কোর।

জিম্বাবুয়ের হয়ে ২ উইকেট নিয়েছেন তানাকা চিভাঙ্গা। একটি করে উইকেট পেয়েছেন কুন্দাই মাটিগিমু এবং ওয়েলিংটন মাসাকাদজা।

উল্লেখ্য, ১৯৬৮ সালে টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচে নিউজিল্যান্ডের গ্রাহাম ডাউলিং খেলেছিলেন ২৩৯ রানের ইনিংস। ৫৭ বছর ধরে অধিনায়ক হিসেবে টেস্ট অভিষেকে এটি ছিলো সর্বোচ্চ ইনিংস। এছাড়া টেস্ট ক্রিকেটেরে ১৪৮ বছরের ইতিহাসে এ নিয়ে ৩৪ জন ক্রিকেটার অধিনায়কত্বের অভিষেকেই সেঞ্চুরি পেলেন। তবে ডাবল সেঞ্চুরি পেয়েছেন মাত্র ৩ জন।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়