Apan Desh | আপন দেশ

দক্ষিণ অফ্রিকার বিপেক্ষ বাংলাদেশের রোমাঞ্চকর জয়

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:৩১, ১২ মে ২০২৫

দক্ষিণ অফ্রিকার বিপেক্ষ বাংলাদেশের রোমাঞ্চকর জয়

ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে রোমাঞ্চকর জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ ইমার্জিং দল। রাকিবুল ও আকবরের ঝড়ো ব্যাটিংয়ে সফরকারীদের ৩ উইকেটে হারায় লাল-সবুজের জার্সিধারীরা।

সোমবার (১২ মে) রাজশাহীতে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে আকবর আলীর নেতৃত্বাধীন দলটি। প্রোটিয়াদের দেয়া ৩০২ রানের টার্গেটে খেলতে নেমে ৩ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা।

আজ টসে জিতে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল দুইটি হাফ-সেঞ্চুরিতে ভর করে ৮ উইকেটে ৩০১ রানের বড় সংগ্রহগড়ে। কনর এস্টারহুইজেন ৭১ ও আন্দিলে সিমিলানে করেন ৬১ রান। জয়ের লক্ষ্যে ৩০২ রান তাড়া করতে নেমে শেষ দুই ওভারে প্রয়োজন ছিল ২৭ রান। এমন চাপের মুহূর্তে দলের হয়ে নায়ক হয়ে ওঠেন রাকিবুল হাসান ও তোফায়েল আহমেদ।

আরওপড়ুন<<>>সৌদি অধ্যায় সমাপ্তির পথে রোনালদোর!

৪৯তম ওভারে আন্দিলে মকগাকানার করা ওভারে দুজনে মিলে ৩টি ছক্কায় ২০ রান তুলে নিয়ে জয় সহজ করে তোলেন। তোফায়েলের এক ছক্কার বিপরীতে রাকিবুল হাঁকান দুইটি। শেষ ওভারে প্রয়োজন ছিল মাত্র ৭ রান। তারা সেটি দুই বল হাতে রেখেই তুলে নিয়ে নিশ্চিত করেন রোমাঞ্চকর জয়। দুজনই ২৪ রানে অপরাজিত থাকেন এবং শেষ মুহূর্তে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

এর আগে মফিজুল ইসলাম রবিনের ব্যাটে জয়ের ভিত গড়ে বাংলাদেশ। ইনিংস ওপেন করে তিনি খেলেন দারুণ এক ৮৭ রানের ইনিংস, যাতে ছিল ৮টি চার ও ২টি ছক্কা। ওপেনিংয়ে জিশান আলমের সঙ্গে ৫২ রানের জুটি গড়েন রবিন। জিশান করেন ৩১ রান। মাঝে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। তখন সাতে নেমে ২৪ বলে ৪১ রানের ঝড়ো ইনিংস খেলে পরিস্থিতি সামাল দেন অধিনায়ক আকবর আলী। ইনিংসটি সাজানো ছিল ৪টি চার ও ২টি ছক্কায়।

 এদিন বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন রিপন মণ্ডল। তিনি শিকার করেন ৩টি উইকেট।

এ জয়ের মাধ্যমে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ ইমার্জিং দল। সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে বুধবার (১৪ মে)।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়