Apan Desh | আপন দেশ

সৌদি অধ্যায় সমাপ্তির পথে রোনালদোর!

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৫, ১১ মে ২০২৫

সৌদি অধ্যায় সমাপ্তির পথে রোনালদোর!

ক্রিশ্চিয়ান রোনালদো

সৌদি ক্লাব আল নাসেরের হয়ে গত তিন বছর ধরে খেলছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ান রোনালদো। ক্লাবে ব্যক্তিগতভাবে রোনালদো দুর্দান্ত পারফরম্যান্স দেখালেও দলগত ফলাফল আশানুরূপ নয়। আর সে কারণেই হয়ত মুরুর দেশ সৌদি আরবে এ পর্তুগিজ তারকার ভবিষ্যৎ অনিশ্চিত বলে ধারণা করা হচ্ছে।

এ ধারণা আরও জোরালো হয়েছে, সৌদি প্রো লিগে ক্রিশ্চিয়ানো রোনালদো দুর্দান্ত পারফরম্যান্স দেখালেও দলগত অর্জন সন্তোষজনক নয়। আল নাসেরের হয়ে মৌসুমজুড়ে ধারাবাহিকভাবে গোল করে লিগের শীর্ষ গোলদাতা তিনি। তবুও তার দল পয়েন্ট টেবিলে নেমে এসেছে চতুর্থ স্থানে। ফলে প্রশ্ন উঠেছে, আগামী মৌসুমেও কি এ ক্লাবের জার্সিতে দেখা যাবে এ পর্তুগিজ সুপারস্টারকে?

২০২২ সালে আল নাসের  ক্লাবে যোগ দিয়েছিলেন রোনালদো। চলতি বছরের জুনে চুক্তির মেয়াদ শেষ হবে ৫ বারের ব্যালন ডি’অর জয়ীর।

আরওপড়ুন<<>>মেসির গোলের পরও বড় হার মায়ামির

ইউরোপীয় গণমাধ্যমগুলোর দাবি, ক্রিশ্চিয়ান রোনালদো আল নাসেরের সঙ্গে আরও দুই বছরের চুক্তিতে আগ্রহ দেখালেও, ক্লাবটি আপাতত আলোচনা স্থগিত রেখেছে। এতে জল্পনা বেড়েছে তার ভবিষ্যৎ নিয়ে।

বুধবার (০৭ মে) লিগের শীর্ষে থাকা আল-ইত্তিহাদের বিপক্ষে ৩-২ গোলের হারে আরও পিছিয়ে পড়ে আল নাসের। বর্তমানে তাদের অবস্থান পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে। মৌসুম শেষে এ অবস্থান থাকলে আগামী বছরের এএফসি এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ হাতছাড়া হতে পারে আল নাসেরের। এর আগে, গত সপ্তাহে জাপানি ক্লাব কাওয়াসাকি ফ্রন্টেলের কাছে হেরে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছে রোনালদোর ক্লাব।

পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ান রোনালদো সৌদি ক্লাবটিতে যোগ দেয়ার পর এখন পর্যন্ত লিগ বা মহাদেশীয় কোনো শিরোপাই জিততে পারেননি। একমাত্র অর্জন ২০২৩ সালে আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ জয়। আড়াই বছর পেরিয়ে যাচ্ছে বলে এখন হয়তো প্রাপ্তির হিসাবই কষছেন রোনালদো।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়