Apan Desh | আপন দেশ

মালয়েশিয়ায় ৫৬ বাংলাদেশিসহ ২১৮ আটক

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৬:৩১, ৩০ জানুয়ারি ২০২৬

মালয়েশিয়ায় ৫৬ বাংলাদেশিসহ ২১৮ আটক

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের ধরতে অত্যাধুনিক ড্রোন ও হিট সেন্সর প্রযুক্তি ব্যবহার করে বিশেষ অভিযান চালানো হয়েছে। এ অভিযানে ৫৬ জন বাংলাদেশিসহ মোট ২১৮ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় অভিযানটি শুরু হয়। এটি একটি বাণিজ্যিক এলাকা ও সংলগ্ন আবাসিক এলাকায় পরিচালনা করা হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, এলাকাগুলোতে বিদেশি নাগরিকদের আধিপত্য এবং অবৈধভাবে বসবাসের অভিযোগ ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এ বিশেষ অভিযান চালানো হয়।

ইমিগ্রেশন সূত্র জানায়, অভিযান চলাকালে মোট ১ হাজার ৮৭ জনকে তল্লাশি করা হয়। এর মধ্যে ২ থেকে ৫৩ বছর বয়সী ২১৮ জন বিদেশি নাগরিককে বিভিন্ন ইমিগ্রেশন অপরাধে আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন মিয়ানমারের ৭৮ জন, বাংলাদেশের ৫৬ জন, ইন্দোনেশিয়ার ৪৪ জন, নাইজেরিয়ার ১২ জন, নেপালের ১০ জন, ভারতের ৫ জন, শ্রীলঙ্কার ৪ জন এবং অন্যান্য দেশের ৯ জন নাগরিক।

আরও পড়ুন <<>> বাংলাদেশিদের জন্য শিঘ্রই খুলছে ওমানের ওয়ার্ক ভিসা

ইমিগ্রেশন বিভাগ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বৈধ পরিচয়পত্র না থাকা, পাসের শর্ত লঙ্ঘন, নির্ধারিত সময়ের বেশি অবস্থান এবং স্বীকৃত নয় এমন পরিচয়পত্র বহনের অভিযোগ আনা হয়েছে। এসব অপরাধে ইমিগ্রেশন আইনের একাধিক ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এছাড়া অবৈধ অভিবাসীদের আগামী এপ্রিল ২০২৬ পর্যন্ত চলমান ‘মাইগ্রান্ট রিপ্যাট্রিয়েশন প্রোগ্রাম ২.০’-এ অংশ নেয়ার আহবান জানানো হয়েছে। এতে অংশ নিলে ভবিষ্যতে আরও কঠোর আইনগত ব্যবস্থার মুখোমুখি হওয়া থেকে তারা রেহাই পেতে পারেন বলে জানায় কর্তৃপক্ষ।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়