Apan Desh | আপন দেশ

বাংলাদেশিদের জন্য শিঘ্রই খুলছে ওমানের ওয়ার্ক ভিসা

প্রবাস ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০৯:২৬, ২৮ জানুয়ারি ২০২৬

বাংলাদেশিদের জন্য শিঘ্রই খুলছে ওমানের ওয়ার্ক ভিসা

ফাইল ছবি।

বাংলাদেশিদের জন্য শিগগিরই ওমানের ওয়ার্ক ভিসা পুনরায় উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন দেশটির শ্রমমন্ত্রী ড. মাহাদ বিন সাঈদ বিন আলী বাওয়াইন সালিম আল-বুসাইদি।

গ্লোবাল লেবার মার্কেট সম্মেলনের ফাঁকে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে এক সাইডলাইন বৈঠকে তিনি এ তথ্য জানান।

বৈঠকে ওমানে অবস্থানরত অনিয়মিত বাংলাদেশি কর্মীদের জরিমানা ছাড়াই বৈধকরণে ওমান সরকারের উদ্যোগের প্রশংসা করেন আইন উপদেষ্টা। একই সঙ্গে বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি—বিশেষ করে প্রকৌশলী, চিকিৎসক ও নার্সদের ওমানের শ্রমবাজারে প্রবেশের সুযোগ তৈরিতে সহযোগিতা চান তিনি।

এছাড়া অদক্ষ ও আধা-দক্ষ কর্মীদের জন্য ভিসার ওপর আরোপিত স্থগিতাদেশ পর্যালোচনার অনুরোধও জানান উপদেষ্টা।

ওমানের শ্রমমন্ত্রী জানান, দেশটিতে থাকা অনিয়মিত ও অনথিভুক্ত প্রবাসী কর্মীদের নিয়মিতকরণকে অগ্রাধিকার দিতে গিয়ে ২০২৩ সাল থেকে অদক্ষ ও আধা-দক্ষ কর্মীদের জন্য নতুন ওয়ার্ক ভিসা সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

আরও পড়ুন <<>> জার্মানিতে ধানের শীষের প্রচারণা সভা

তিনি আশ্বাস দেন, আগামী দুই মাসের মধ্যেই বাংলাদেশের জন্য ওয়ার্ক ভিসা পুনরায় চালু করা হবে।

বৈঠকে ড. আসিফ নজরুল অভিবাসন ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, আইনি সংস্কার, কর্মী পাঠানোর আগে দক্ষতা যাচাই এবং প্রাক-বহির্গমন প্রশিক্ষণের মাধ্যমে স্বাগতিক দেশের ভাষা, সংস্কৃতি ও আইন সম্পর্কে কর্মীদের অবহিত করার মতো অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।

চলতি বছরের প্রথমার্ধে মাস্কাটে যৌথ কারিগরি কমিটির (জেটিসি) পরবর্তী বৈঠক আয়োজনের প্রস্তাবও দেন তিনি।

এছাড়া দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার এবং শ্রম সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ইতোমধ্যে চূড়ান্ত হওয়া সমঝোতা স্মারকটি স্বাক্ষরের জন্য ওমানের শ্রমমন্ত্রীকে আহবান জানান আইন উপদেষ্টা।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়