Apan Desh | আপন দেশ

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত

প্রবাস ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৫:১৪, ২৪ জানুয়ারি ২০২৬

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত

ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল চারটার দিকে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত টিপু চৌধুরী (৫০) চট্টগ্রামের মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর তছি সরকার বাড়ির বাসিন্দা। তিনি প্রয়াত আবু তাহেরের ছেলে।

দীর্ঘ প্রায় ৩৫ বছর ধরে তিনি দক্ষিণ আফ্রিকায় বসবাস করছিলেন। সেখানে তার তিন সন্তান রয়েছে। তিনি মিরসরাই অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টার দায়িত্বে ছিলেন।

মিরসরাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন জানান, জুমার নামাজ শেষ করে টিপু চৌধুরী নিজের মালিকানাধীন কমপ্লেক্সে পৌঁছান। সেখানে আগে থেকেই অবস্থান নেয়া সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে একাধিকবার গুলি ছোড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন <<>> ‘পোস্টাল ব্যালট’ ভোগান্তিতে কুয়েত প্রবাসীরা

একই ঘটনায় তার সঙ্গে থাকা আরেক বাংলাদেশি নাগরিক বাদল গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন।

প্রায় ২০ বছর আগে টিপু চৌধুরীর আরেক ভাই সায়েম চৌধুরীকেও সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। সায়েম চৌধুরীর স্থানীয় কুমাতলাঙা এলাকায় প্রোপার্টি ব্যবসা ছিল।

এ হত্যাকাণ্ডের পেছনে ব্যবসায়িক না পারিবারিক কোনো বিরোধ রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। শাহাদাত হোসেন জানান, নিহতের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়