হামজা মাঠে-বাইরে একজন নেতা: কাবরেরা
যখন থেকে বাংলাদেশের হয়ে খেলছেন ইংলিশ প্রিমিয়ার লিগের হামজা চৌধুরী, ঠিক তখন থেকেই যেন লাল সবুজের ফুটবল চিত্রটা পাল্টে গেছে। মৃতপ্রায় ফুটবলে জোয়ার এসেছে। রীতিমতো টিকিট কেটে আসছেন দর্শকরা। হামজাও মাঠে নিজের সেরাটা দিতে চেষ্টা করছেন। যার প্রমান এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারত, সিঙ্গাপুর ও হংকংয়ের বিপক্ষে তিন ম্যাচেই। তাইতো হামজাকে এখন এ দলটির নেতা বলছেন স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা।
১২:০৮ পিএম, ১৩ অক্টোবর ২০২৫ সোমবার