Apan Desh | আপন দেশ

শ্বাসরুদ্ধকর ম্যাচে ম্যাক্সওয়েল নৈপুণ্যে সিরিজ আস্ট্রেলিয়ার

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:৫৯, ১৬ আগস্ট ২০২৫

শ্বাসরুদ্ধকর ম্যাচে ম্যাক্সওয়েল নৈপুণ্যে সিরিজ আস্ট্রেলিয়ার

ছবি: সংগৃহীত

অঘোষিত ফাইনালে দক্ষিণ অফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। শনিবার (১৬ আগস্ট) প্রোটিয়াদের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের নৈপুণ্যে দুই উইকেটে জয় পায় টিম অস্ট্রেলিয়া।

চাপের মুখেই যেন আজ নিজের সেরা ইনিংস খেললেন গ্লেন ম্যাক্সওয়েল। এর আগে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে চাপের মুখে বিষ্ফোরক ইনিংস খেলে দলকে জিতিয়েছিলেন তিনি। এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও খাদের কিনারা থেকে অস্ট্রেলিয়াকে জেতালেন এ অজি অররাউন্ডার।

কেয়ার্নসের কাজালি স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকার দেয়া ১৭৩ রানের লক্ষ্যে ১ বল হাতে রেখে পেরিয়ে যায় স্বাগতিকরা। সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া ১৭ ও দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকা জিতেছিল ৫৩ রানে। ফলে আজ শেষ ম্যাচটি ছিল অঘোষিত ফাইনাল।

আরওপড়ুন<<>>কুকুরের মাংস খেয়ে চিলাচ্ছ কেন? শহীদ অফ্রিদিকে ইরফান

এদিন টস হেরে ব্যাট করতে নেমে ৪৯ রান তুলতেই ৩ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। চারে নামা ডেওয়াল্ড ব্রেভিসের দারুণ এক ইনিংসে প্রোটিয়ারা লড়াকু স্কোর দাঁড় করায়। মাত্র ২৬ বলে ৫৩ রান করেন তিনি। 'বেবি এবি' খ্যাত এ ডানহাতি ব্যাটার ছয়টি ছক্কার পাশাপাশি একটি চার মারেন।

এছাড়া ওপেনার রিকেলটন ১৩ বলে ১৩, তিনে নামা লুহান প্রিটোরিয়াস ১৫ বলে ২৪ এবং পাঁচে নামা ত্রিস্টান স্টাবস ২৩ বলে ২৫ রান করেন। লোয়ারের রেসি ফন ডার ডুসেন ২৬ বলে ৩৮ রানের হার না মানা ইনিংস খেলেন। অস্ট্রেলিয়ার হয়ে নাথান এলিস তিনটি এবং জশ হ্যাজেলউড ও অ্যাডাম জাম্পা দুটি করে উইকেট নেন।

রান তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ৮ ওভারে ৬৬ রান যোগ করেন অজি ওপেনার ট্রাভিস হেড ও মিচেল মার্শ। হেড ১৮ বলে ১৯ ও মার্শ ৩৭ বলে ৫৪ রান করেন। ক্যামেরুন গ্রিন ৯ ও টিম ডেভিড ১৭ রান করে ফিরে যান। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে একপর্যায়ে বেশ চাপে পড়ে অস্ট্রেলিয়া। সেখান থেকে দলকে ম্যাচ জেতান গ্লেন ম্যাক্সওয়েল।

৩৬ বলে ৬২ রানের হার না মানা ইনিংস খেলেন ম্যাক্সওয়েল। শেষ ওভারে দায়িত্ব পুরোটাই নিজের কাঁধে নিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। দক্ষিণ আফ্রিকার করবিন বোচ ৪ ওভারে ২৬ রান দিয়ে ৩ উইকেট নেন। কাগিসু রাবাদা ৪ ওভারে ৩২ ও মাপাকা ৩ ওভারে ৩৬ রান দিয়ে নেন ২ উইকেট।

আপন দেশ/এমএইচ  

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়